বিশ্বকাপ বাছাই শেষ কিপার রানার

| বুধবার , ১৯ মে, ২০২১ at ১১:২১ পূর্বাহ্ণ

মাঠের লড়াই শুরুর আগেই চোটের কারণে ছিটকে গেছেন অভিজ্ঞ গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। তার জায়গায় ডাক পেয়েছেন রহমতগঞ্জের রাসেল মাহমুদ লিটন। ২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাই সামনে রেখে মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় দিনের মাঠের অনুশীলন সেরেছে বাংলাদেশ। প্রথম দিনে হালকা অনুশীলন করলেও দ্বিতীয় দিনে রানা ছিলেন অনুশীলনের বাইরে। গত ৮ মে প্রিমিয়ার লিগে মোহামেডান স্পোর্টিংয়ের বিপক্ষে ম্যাচের আগে ওয়ার্ম-আপ করতে গিয়ে ডান পায়ের (কাফ মাসল) পেশিতে চোট পেয়েছিলেন শেখ রাসেল ক্রীড়া চক্রের রানা। পরে ওই ম্যাচে আর খেলেননি তিনি। কোচ জেমি ডের চাওয়া অনুযায়ী চোট নিয়েই ক্যাম্পে এসেছিলেন রানা। কিন্তু মঙ্গলবারের স্ক্যান রিপোর্টে ফল ভালো আসেনি। বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই শেষ হয়ে যাওয়ার কথা জানান তিনি নিজেই।

পূর্ববর্তী নিবন্ধএক সপ্তাহেই সবার জন্য অ্যান্ড্রয়েডে আসছে ক্লাবহাউস
পরবর্তী নিবন্ধসতীর্থদের গোল এনে দিতে বললেন জামাল ভূইয়া