এক মাস সিয়ামের
সাধনার পর,
খুশি নিয়ে ঈদ আসে
আলোকিত ঘর!
ঈদ আসে! চাঁদ হাসে!
পড়ে যায় সাড়া,
ব্যবধান যায় ঘুচে,
সব এক পাড়া!
ঘরে ঘরে আয়োজন
খাবারের বাহার,
ঈদ যেন গড়ে দেয়
একতার পাহাড়।
কারো মুখ কালো নয়,
থাক ফুটে হাসি,
ঈদ মানে খুশি আর
হাসি রাশি রাশি!









