করোনা মহামারীতে দরিদ্রদের মাঝে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) কেন্দ্রীয় সংসদের উদ্যোগে ভালোবাসার উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার নগরীর আন্দরকিল্লাস্থ সংগঠন কার্যালয়ে সরকারি স্বাস্থ্যবিধি মেনে অসহায় পরিবারের সদস্যদের মাঝে এসব উপহার সামগ্রী তুলে দেয়া হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল- ৮ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি আটা, ১ কেজি তেল, ১ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ, ৫টি মাস্ক, ওষুধ, ডেটল সাবান ও নগদ অর্থ।
সংগঠনের সভাপতি দেশপ্রিয় চৌধুরী বিনয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগীশিক কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা অ্যাড. তপন কান্তি দাশ। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম আইনজীবী বিজয়া সম্মিলন পরিষদের সাবেক সভাপতি অ্যাড. তুষার সিংহ হাজারী। সংগঠনের সাধারণ সম্পাদক ডা. অঞ্জন কুমার দাশের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা লায়ন অসিত সেন, অধ্যক্ষ বিজয় লক্ষ্মী দেবী, লায়ন দিলীপ কুমার শীল, তপন কান্তি ধর, জয়শ্রী চৌধুরী, প্রকৌশলী আশুতোষ দাশ, শম্ভু দাশ, রত্নেন্দু ভট্টাচার্য্য, প্রদ্যুৎ বিশ্বাস, অধ্যাপক শিপুল কুমার দে, ডা. কথক দাশ, পলাশ কান্তি নাথ রণী, অ্যাড. শুভাশীষ শর্মা, এস প্রকাশ পাল, যীশু সেন, চন্দন দেবনাথ, মোহন চৌধুরী, ঝুন্টু শীল, বৃষ্টি বৈদ্য, অনিতা ঘোষ, আশীষ কুমার পাঠক, শিক্ষক সব্যসাচী দেব টিপু, মৃণাল কান্তি সেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











