কাপ্তাইয়ে অবস্থিত সেনাবাহিনীর ২৩ ইস্ট বেঙ্গলের উদ্যোগে স্থানীয় দুস্থ ও গরীব নারী পুরুষের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। কাপ্তাই ইউনিয়নের ঢাকাইয়া কলোনী, শিল্প এলাকা, ফরেস্ট কলোনী, জেটিঘাট, নতুন বাজারসহ বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক দরিদ্র নারী পুরুষ সেনাবাহিনী প্রদত্ত খাদ্য সামগ্রী ও আর্থিক সহযোগিতা নিতে রিভার ভিউ পার্ক সংলগ্ন মাঠে সমবেত হন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ২৩ বেঙ্গলের উপ-অধিনায়ক মেজর মাহমুদুর রহমান। জানা গেছে, করোনায় সেনাবাহিনীর পক্ষ থেকে এর আগেও দরিদ্র জনগণের মাঝে চাল, ডাল, আটা, চিনি, তেল, সেমাই ইত্যাদি বিতরণ করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় এবারও বাছাই করা দরিদ্র জনগণের মাঝে স্বাস্থ্য বিধি মেনে সহযোগিতা ও নগদ অর্থ প্রদান করা হয়েছে বলে জানা গেছে।