চট্টগ্রাম বন্দরে কাজ করার সময় কনটেইনার চাপা পড়ে মো. খোকন (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (১৮ মে) বিকাল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. খোকন নগরীর বন্দর থানার ফকিরহাট পশ্চিম গোসাইলডাঙ্গা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। তার পিতার নাম মো. এনাম আলী। বাংলানিউজ
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, বন্দরে কাজ করার সময় কনটেইনারের নিচে চাপা পড়েন মো. খোকন। এ অবস্থায় উদ্ধার করে বিকাল পৌনে চারটার দিকে হাসপাতালে নিয়ে আসা হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।












