রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে ডুবে নিখোঁজ হয়েছে এক শিশু। তার নাম ইমাম হোসেন ওরফে আবির (৯)।
সে উপজেলার পোমরা ইউনিয়নের মোতোয়াল্লী পাড়ার সৈয়দুর রহমানের ছেলে।
আজ মঙ্গলবার (১৮ মে) বেলা সাড়ে ১২টার দিকে রাঙ্গুনিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাঙ্গালী শাহ মাজার সংলগ্ন এলাকায় কর্ণফুলী নদীতে এই ঘটনা ঘটে।
নিখোঁজ শিশু একই এলাকায় গতকাল সোমবার মায়ের সাথে মামার বাড়িতে বেড়াতে এসেছিল। ফায়ার সার্ভিসের ডুবুরি দল শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
নিখোঁজ শিশুর স্বজনরা জানান, দুপুরে আবিরসহ কয়েকজন শিশু কর্ণফুলী নদীতে গোসল করতে নামে। অন্যরা গোসল করে নদী থেকে উঠতে পারলেও আবির পানির স্রোতে তলিয়ে যায়।
ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশন কর্মকর্তা মো. জাহেদুর রহমান বলেন, “চট্টগ্রামের ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়ার পর তারা এসে শিশুটিকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছে।”