রাউজান পশ্চিম ডাবুয়া ঐতিহ্যবাহী (যুব) নব দিগন্ত ক্লাবের উদ্যোগে ইসলামী শরীয়তের মাসআলা-মাসায়েল কর্মসূিচ গত ১৩ মে হাদাগাজী জামে মসজিদ প্রাঙ্গনে ক্লাবের সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে অতিথি ছিলেন মাওলানা আবুল বাশার মাইজভান্ডারী, ক্লাবের প্রতিষ্ঠাতা এম মনছুর আলম,মো. মোরশেদুল হক চৌধুরী, মাওলানা বোরহান উদ্দিন, মাওলানা মো. জাকির হোসেন, হাফেজ মো. শাহাদাৎ হোসেন, ক্লাব সভাপতি মোহাম্মদ শফিউল বশর, মোহাম্মদ গিয়াস উদ্দিন, মো. আনোয়ার হোসেন, মোহাম্মদ নাজিম উদ্দিন, মো. মাইনুল ইসলাম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের প্রতিষ্ঠাতা মুহাম্মদ মনছুর আলাম। মিলাদ-কিয়াম শেষে দেশবাসীর কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবুল বশর মাইজভান্ডারী। প্রেস বিজ্ঞপ্তি।