রাঙ্গুনিয়ায় সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম মো. বশির (৩৪)। তিনি সরফভাটা ইউনিয়নের পশ্চিম সরফভাটা গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে। গত রোববার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। রাঙ্গুনিয়ায় থানার এএসআই মো. ইলিয়াস বলেন, ওই আসামিকে যৌতুক নিরোধ আইনে এক বছরের কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক মাসের দণ্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল সকালে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।