পটিয়া উপজেলা বঙ্গবন্ধু শিশুকিশোর মেলার সংবর্ধনা অনুষ্ঠান গত ১৬ মে শান্তিরহাটস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি এস এম পারভেজ ও অর্থ সম্পাদক মাহাবুব আলমের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন।
সংবর্ধিত অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য তসলিম উদ্দিন রানা। বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম চৌধুরী। বক্তব্য রাখেন মো. ইউনুস, মুহাম্মদ শওকত, এম ওমর ফারুক আকাশ, সাজ্জাদ হোসেন, আছাদ অভি, আহম্মেদ ফয়সাল, শাকিল মল্লিক, ইব্রাহীম, সোহেল, শাহজাহান প্রমুখ। সংবর্ধিত অতিথি বলেন, আওয়ামী রাজনীতির দুঃসময়ের কর্মীর মূল্যায়ন শুরু হয়েছে বিধায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যে দায়িত্ব দিয়েছে তা সঠিক, সততা ও আদর্শিক ভাবে পালন করার চেষ্টা করব। প্রেস বিজ্ঞপ্তি।