ইতালিয়ান ওপেনের রোম মাস্টার্সে নোভাক জকোভিচকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন নাদাল। এ নিয়ে লাল মাটির ক্লে কোর্টে ক্যারিয়ারের ৬২তম শিরোপা জিতলেন নাদাল। সবমিলিয়ে তার ক্যারিয়ারের ৮৮তম এটিপি ট্যুর শিরোপা এটি। আর রোম মাস্টার্সে রেকর্ড দশম শিরোপা জিতলেন তিনি। ফাইনাল ম্যাচে ৭-৫, ১-৬ ও ৬-৩ গেমে জিতে শিরোপা নিজের করে নেন নাদাল।