শ্রীলংকা সিরিজে না খেলার সিদ্ধান্ত রুবেলের

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ১৮ মে, ২০২১ at ১০:৫২ পূর্বাহ্ণ

দলের সবচাইতে অভিজ্ঞ পেসার রুবেল হোসেনকে নিয়ে শংকা দেখা দিয়েছিল বেশ আগেই। শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজে তিনি নাও থাকতে পারেন এমনটি জানা গিয়েছিল। তারপরও নির্বাচকরা হয়তো তার অবস্থা দেখে তারপর সিদ্ধান্ত নিতেন। তবে রুবেল সেই সময় পর্যন্ত অপেক্ষা করলেন না। জাতীয় দলের ডানহাতি এই পেসার নিজে থেকেই সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। রুবেলের কোমরে সমস্যাটার উৎপত্তি নিউজিল্যান্ড সফরেই। জানা গিয়েছিল তার কোমরের ডিস্কে ব্যথা আছে। খেলার মতো উপযুক্ত হতে আরও অন্তত মাসখানেক লাগতে পারে। সেই সমস্যাটা কাটেনি। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী গতকাল রোববার জানিয়েছেন, রুবেলের কোমরের সমস্যা আছে। সে এখন পুনর্বাসন প্রক্রিয়ায় আছে। তাই শ্রীলংকার বিপক্ষে হোম সিরিজে অনিশ্চিত এই পেসার।
এদিকে দেবাশীষ চৌধুরীর এমন মন্তব্যের পর রুবেল জানিয়েছেন শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলার জন্য তিনি শারিরীকভাবে প্রস্তুত নন। তিনি বলেন আমি তিন ফরম্যাটের মধ্যে সবচেয়ে পছন্দ করি ওয়ানডে। ৫০ ওভারের ম্যাচ খেলতে আমি সবসময় উন্মুখ হয়ে থাকি। এই ফরম্যাটটা শুধু ভালইবাসিনা, সর্বোচ্চ উপভোগ করি। নিজের সেরাটা দিতে প্রাণপণ চেষ্টাও থাকে। তবে আমি এবার ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে সিরিজ থেকে দূরে থাকতে চাই। তিনি বলেন আমার কোমড়ের ডিস্কের সমস্যাটা এখনো ভালো হয়নি পুরোপুরি। শুধু বিশ্রামই এর চিকিৎসা। তাই আমি শ্রীলংকার বিপক্ষে সিরিজ না খেলার সিদ্ধান্ত নিয়েছি। রুবেল বলেন, এমনিতে ব্যথা অনুভূত হয় না। হাঁটাচলা ও দৌড়াতে সমস্যা হয় না। তখন ব্যথা লাগে না। তবে নিচু হতে গেলেই ব্যথা লাগে। আমি ডাউন হয়ে কিছু করতে গেলেই ব্যথা অনুভব করি। আর খেলতে গেলেতো নিচু হতেই হবে। বিশেষ করে ফিল্ডিংয়ের সময় বল ধরতে হলে তো ডাউন হতেই হবে। তখন সমস্যা হবে। তাই আমি মনে করি আমার নিজের ক্যারিয়ারের মঙ্গলের জন্যই এ সিরিজ না খেলা উচিত। যখন নিচু হলে ব্যথা অনুভব করব না, তখনই বুঝব আমি শতভাগ সুস্থ এবং খেলার অবস্থায় আছি। তার আগে না খেলাই মনে হয় উত্তম।
তবে আগামী ৩১ মে থেকে যে প্রিমিয়ার লিগ শুরু হবে সেখানে খেলার আাশা করছেন রুবেল। তিনি বলেন এখন আমার যে সমস্যাটা আছে সেটা বিশ্রাম নিলেই আশা করি সেরে উঠবে। আমি বিশ্রামে থেকে নিজেকে তৈরি করছি। আশা করছি প্রিমিয়ার লিগ খেলতে পারব। ওই আসর শুরুর এখনও পুরো দুই সপ্তাহের বেশি আছে। আশা করছি ততদিনে আমার খেলার মত অবস্থা হয়ে যাবে। আর তখন হয়তো মাঠে নামব। আপাতত এই সিরিজে নয়।

পূর্ববর্তী নিবন্ধপ্রথম টেস্টে সব ক্রিকেটারই করোনা নেগেটিভ
পরবর্তী নিবন্ধকরোনা টেস্টে শ্রীলংকার সবাই নেগেটিভ