আলোচনা-সমালোচনায় থাকা গায়ক মাঈনুল আহসান নোবেলের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দিয়েছে একটি বেসরকারি টেলিভিশন কর্তৃপক্ষ।
অভিযোগ, তাদের এক প্রতিবেদককে ‘বাসা থেকে তুলে নিয়ে আসার হুমকি’ দিয়েছেন নোবেল।
এই অভিযোগ জানিয়ে গতকাল সোমবার বিকালে ঢাকার কলাবাগান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। খবর বিডিনিউজের।
থানার ওসি পরিতোষ চন্দ্র বলেন, এই মর্মে একটি জিডি হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। খবর বিডিনিউজের।
জিডির বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে নোবেল বলেন, আমি জিডি নিয়ে বিন্দুমাত্র বিচলিত নই।
এদিকে নোবেলের সঙ্গে চুক্তি বাতিল করেছে সাউন্ডটেক।