চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ১৮ মে, ২০২১ at ১০:৩৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় মেহেদী হাসান (২০) নামের এক মোটর সাইকেল আরোহী যুবক নিহত হয়েছে। গতকাল সোমবার দুপুর বারোটার দিকে মহাসড়কের মালুমঘাট দরগাহ গেটের সামনে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত মোটর সাইকেল আরোহী যুবক মেহেদী হাসান উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের রিংভং ছগিরশাহ কাটা মাঝের পাহাড় এলাকার মোস্তাক আহমদ লালুর পুত্র। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার মহাসড়কের চকরিয়াস্থ মালুমঘাট দরগাহ গেটের সামনে দুপুর বারোটার দিকে চকরিয়া থেকে ডুলাহাজারা অভিমুখী যাত্রীবাহী লেগুনা (ম্যাজিক) গাড়ি দাঁড়িয়ে যাত্রী নামাচ্ছিল। ওই সময় মোটরসাইকেল আরোহী দ্রুত গতিতে এসে দাঁড়িয়ে থাকা লেগুনা গাড়িতে সজোরে মুখোমুখি ধাক্কা খায়। এতে ছিটকে গিয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে রেফার করা হয় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে। কিন্তু পথিমধ্যে মারা যান আরোহী মেহেদী হাসান। মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনর্চাজ (পুলিশ পরিদর্শক) মো. শাফায়েত উদ্দিন জানান, দুর্ঘটনার বিষয়ে খোঁজ নিয়ে পরবর্তী পদক্ষেপ নেবেন।

পূর্ববর্তী নিবন্ধএনায়েত বাজার আওয়ামী লীগের ঈদ পুনর্মিলনী
পরবর্তী নিবন্ধদক্ষিণ দলইনগর প্রাথমিক বিদ্যালয়ে হচ্ছে নতুন ভবন