চাঁদাবাজি ও প্রতারণার মামলার আসামি রাউজানের যুবলীগ নেতা হাসান মুরাদ রাজুকে পুলিশ আরো ৫ দিনের রিমান্ড চেয়েছে। রোববার একদিনের রিমান্ডে তার কাছ থেকে কোন তথ্য বের করতে না পেরে গতকাল সোমবার তাকে আদালতে সোপর্দ করে পুনরায় আরো পাঁচ দিনের রিমাণ্ড আবেদন করেছেন বলে জানিয়েছেন রাউজান থানা ওসি আবদুল্লাহ আল হারুন।
এলাকার জনসাধারণ সূত্রে জানা যায়, সন্ত্রাসী রাজুর রয়েছে সশস্ত্র ক্যাডার বাহিনী ও অস্ত্র ভাণ্ডার। তার নেতৃত্বে থাকা সন্ত্রাসীদের উৎপাত রাউজানের হলদিয়া ও পার্শ্ববর্তী ফটিকছড়ির এলাকায়। এই গ্রুপটি চোরাই মোটর সাইকেল ও ইয়াবা বেচাকেনায় জড়িত। স্থানীয় প্রভাবশালী ব্যক্তিবর্গকে ম্যানেজ করার মাধ্যমে তার এই কারবার চলছিল বছরের পর বছর।
জানা যায়, রাজুর দখলদারিত্বে ছিল সর্তাখালের বিভিন্ন পয়েন্টে একাধিক বালু মহাল। অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে উপজেলা প্রশাসন বিভিন্ন সময় তার বালু মহাল ধ্বংস করেছে। হলদিয়ার ত্রাস হিসাবে পরিচিত যুবলীগ নেতা রাজুর কারণে প্রতিপক্ষ সন্ত্রাসীরা অনেকটা কোনঠাসা ছিল। রাজু প্রতিপক্ষকে নির্মূল করতে তাদের ধরে বিভিন্ন সময় ইয়াবাবাহক সাজিয়ে পুলিশের হাতে তুলে দিত। এলাকার জনসাধারণ সূত্রে জানা যায়, রাজু গ্রেফতার হওয়ার সংবাদে তার প্রতিপক্ষ হিসাবে পরিচিত মহিউদ্দিনসহ তার দলবল আবারো অবস্থায় এলাকায় আস্তানা গেড়ে বসেছে।
এসব ঘটনার আলোচনা সমালোচনার মধ্যে সুযোগসন্ধানী একটি চক্র রাতের আঁধারে রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুলের নামে কুরুচিপূর্ণ পোস্টার সাঁটাচ্ছে। ভুয়া ফেসবুক আইডি খুলে তার নামে নানা ধরণের মন্তব্য করে স্ট্যাটাস দিচ্ছে। উপজেলা চেয়ারম্যান বাবুল এ ঘটনা স্বীকার করে বলেন, তিনি বিষয়টি আইন প্রয়োগকারী সংস্থাকে জানিয়েছেন।
উল্লেখ্য, যে গত ১০ মে সোমবার স্থানীয় শিল্পী মহাজন নামে এক নারী রাউজান থানায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি ও প্রতারণার মামলা করে। ওই দিন থানা পুলিশ রাজুকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছিল।
স্থানীয়দের মতে রাজুর প্রভাব ও দাপটে এলাকার অনেকেই অসহায় ছিল। রাউজানের হলদিয়া ও ডাবুয়া এলাকায় সাংসদের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি ও প্রতারণা করেন রাজু। এসব ঘটনা জেনে সাংসদ ফজলে করিম চৌধুরী তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেন। রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, একদিনের রিমাণ্ডে কাংঙ্খিত তথ্য তার কাছ থেকে বের করতে না পারায় আবারও তার পাঁচ দিনের রিমাণ্ড চাওয়া হয়েছে।