হাটহাজারী উপজেলা প্রশাসন আজ বুধবার বিকাল থেকে ইফতারের পূর্ব মুহুর্ত পর্যন্ত হালদা নদীতে অভিযান পরিচালনা করে ৬শ মিটার অবৈধ জাল জব্দ করেছে। হালদা নদীতে মা মাছের ডিম ছাড়ার এখন ভর মৌসুম চলছে। সেই সাথে শুরু হয়েছে আমাবস্যার তিথির জো। তাই মা মাছ ডিম ছাড়তে হালদায় বিচরণ শুরু করেছে। মাছের আনাগোনা ও বিচরণ দেখে এক শ্রেণির লোভী মাছ শিকারী অবৈধভাবে জাল দিয়ে মাছ শিকারে লিপ্ত হয়েছে।
প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে চক্রটি মাছ চুরির পাঁয়তারা অব্যাহত রেখেছে। বিষয়টি উপলব্ধি করে প্রশাসন ও ভ্রাম্যমান অভিযানের তৎপরতা বাড়িয়ে দিয়েছে। তারই ধারাবাহিকতায় নদীতে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করা হচ্ছে।
অভিযান পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ রহুল আমিন জানান, কার্প জাতীয় মাছের বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র এবং বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে মা মাছ রক্ষায় বুধবার দুপুর সাড়ে ৩টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়েছে।
হালদা নদীর বোয়ালিয়ার মুখ এলাকায় অভিযান করে ৬শ মিটার ঘেরা জাল জব্দ করা হয়েছে। মেখল ইউনিয়নের গ্রাম পুলিশ, আনসার সদস্যর, সমাজকর্মী শেখ মোরশেদুজ্জামান অভিযানে সহায়তা করেন। হালদার মাছ, জীব বৈচিত্র্য, মিঠা পানির ডলফিন রক্ষার জন্য উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।