পটিয়ার পশ্চিম চরকানাই ছোট মৌলানার বাড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বসতঘর গতকাল পরিদর্শন করেন হুইপ সামশুল হক চৌধুরী। এরপর তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ করেন। এসময় তাঁর সাথে ছিলেন পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আকম সামশুজ্জামান, ভাইস চেয়ারম্যান ডা. তিমির বরণ চৌধুরী, হুইপের সহকারী একান্ত সচিব হাবিবুল হক চৌধুরী, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আলমগীর চৌধুরী, উপজেলা মেম্বার সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ জাবেদ সরোয়ার, নজরুল ইসলাম মেম্বার প্রমুখ।