পুলিশের জিজ্ঞাসাবাদ শেষে হেফাজতে ইসলামের নেতা মামুনুল হক ও রফিকুল ইসলামকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল সোমবার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসি তাদের কারাগারে পাঠানোর আদেন দেন। এর আগে গত মঙ্গলবার মামুনুলকে আদালতে হাজির করা হলে মোট পাঁচদিনের রিমান্ডে পেয়েছিল পুলিশ। গত মার্চে বায়তুল মোকাররমে তাণ্ডবের ঘটনায় পল্টন থানার দুই মামলায় তাকে রিমান্ডে নেয়া হয়েছিল। বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর মহানগর পুলিশের অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপ-কমিশনার জাফর হোসেন।অন্যদিকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় মতিঝিল থানায় দায়ের করা মামলায় সাত দিনের রিমান্ডে ছিলেন শিশু বক্তা হিসেবে পরিচিত রফিকুল ইসলাম। গত ২২ এপ্রিল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মো. নোমানের ভার্চুয়াল আদালত সাত দিনের রিমান্ডের আদেশ দিয়েছিলেন। আদনান শান্ত নামের এক ব্যক্তি রফিকুল ইসলামসহ ৫ জনের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলাটি দায়ের করেছিলেন।












