লেখক গবেষক আহমদ মমতাজের ইন্তেকাল

মীরসরাই প্রতিনিধি | সোমবার , ১০ মে, ২০২১ at ৫:৩৮ পূর্বাহ্ণ

বিশিষ্ট গবেষক, প্রাবন্ধিক, ইতিহাসবিদ, বাংলা একাডেমির সহকারী পরিচালক মীরসরাইয়ের কৃতি সন্তান আহমদ মমতাজ (৮১) আর নেই। তিনি গতকাল রোববার ভোর ৪.১২ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। তিনি দীর্ঘদিন বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। সম্প্রতি করোনায় আক্রান্ত হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি না ফেরার দেশে চলে যান। মৃত্যুকালে তিনি স্ত্রী হাসিনা মমতাজসহ অনেক গুণগ্রাহী রেখে যান।
গতকাল সকাল সাড়ে ১০টায় মরহুমের প্রথম নামাজে জানাজা ঢাকার শিকদার মেডিকেল কলেজ হাসপাতাল আবাসিক এলাকার জামে মসজিদে অনুষ্ঠিত হয়। এরপর মীরসরাই পশ্চিম অলিনগর গ্রামে বাদ আসর তাঁর ২য় নামাজে জানাজা শেষে পারিবারিক করবস্থানে তাঁকে দাফন করা হয়। আহমদ মমতাজ দৈনিক আজাদীসহ দেশের স্বনামধন্য বিভিন্ন পত্রিকায় চট্টগ্রামের ইতিহাস ঐতিহ্য ভিত্তিক প্রবন্ধ ও ইতিহাস গবেষণা ধর্মী লেখা লিখতেন।
আহমদ মমতাজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, মীরসরাই উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, মীরসরাইয়ের ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের সভাপতি প্রফেসর ডা. জামশেদ আলম প্রমুখ।
উল্লেখ্য, আহমদ মমতাজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৮২ ব্যাচের বাংলা বিভাগের ছাত্র। তিনি কর্মজীবনে শিক্ষকতা, ব্যাংকে চাকরি, সাংবাদিকতা, গবেষণা এবং মুদ্রণ ও প্রকাশনা শিল্পের সাথে জড়িত ছিলেন। বিগত কয়েক বছর ধরে তিনি বাংলা একাডেমিতে কাজ করছেন। এই পর্যন্ত তাঁর ৬ শতাধিক প্রবন্ধ বিভিন্ন পত্র পত্রিকা ও গবেষণা জার্নালে প্রকাশিত হয়েছে। তাঁর প্রকাশিত গ্রন্থ ১৩টি। মীরসরাইর ইতিহাস সমাজ ও সংস্কৃতি, চট্টগ্রামের সুফী সাধক, চট্টল মনীষা, শমসের গাজী, বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী, বাংলাদেশে কমনওয়েলথ যুদ্ধ সমাধি, শেখ মুজিবের বঙ্গবন্ধু হয়ে ওঠা, অমর ভাষা সংগ্রামী, মুক্তিযুদ্ধের কিশোর ইতিহাস চট্টগ্রাম জেলা তাঁর উল্লেখযোগ্য প্রকাশনা।

পূর্ববর্তী নিবন্ধমার্কেটে জনস্রোত
পরবর্তী নিবন্ধবিরল ছত্রাকে অন্ধ হচ্ছে কোভিড রোগী