গতকাল ছিল বিশ্ব মা দিবস। জন্মদাত্রী মা, যার কল্যাণে পৃথিবীতে আলোর মুখ দেখা হয় সন্তানের। সেই মায়ের স্মরণে প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার ‘বিশ্ব মা দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে। যদিও মাকে ভালোবাসা-শ্রদ্ধা জানানোর কোনো দিনক্ষণ ঠিক করে হয় না। তবুও মাকে গভীর মমতায় স্মরণ করার দিন এটি। এরই অংশ হিসেবে নিজেদের মায়ের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে সামাজিক যোগাযোগ মাধ্যমকে বেছে নিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটাররা। সবাই নিজ নিজ ফেসবুক পেজে জানান দিয়েছেন মায়ের প্রতি ভালোবাসার কথা। দোয়া করেছেন পৃথিবীর সকল মায়ের জন্য। মা হ্যাশট্যাগ দিয়ে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান লিখেছেন, ‘সকল মায়ের জীবন হোক সুখের। সব মায়েদের হাসিতে এই পৃথিবী হোক আরও সুন্দর। সবাইকে মা দিবসের শুভেচ্ছা। নিজের মা ও নিজের সন্তানদের মায়ের ছবি পোস্ট করে ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল অল্প কথায় লিখেছেন, ‘সকল মায়েদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা’। মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহীম পোস্ট করেছেন তিন মায়ের ছবি। নিজের মা, নিজের সন্তানদের মা, নিজের স্ত্রীর মায়ের ছবি পোস্ট করে মাহমুদল্লাহ লিখেছেন, ‘সবাইকে মা দিবসের শুভেচ্ছা। পৃথিবীর সব মায়ের জন্য বড় একটি স্যালুট।’ একই কায়দায় তিন মায়ের ছবি পোস্ট করে মুশফিক লিখেছেন, ‘সবাইকে সালাম ও মা দিবসের ভালোবাসা এবং শুভেচ্ছা। এ বছরটা একটু ব্যতিক্রম। আমি জানি অনেকেই তাঁর মাকে হারিয়েছেন এই অতিমারীতে। আবার আমাদের অনেকেই ভাগ্যবান যে তাদের মা এখনো পাশে আছেন ছায়া হয়ে। আসুন সবাই যার যার মাকে নিয়ে প্রতিটি মুহূর্ত এমনভাবে কাটাই যেন তাঁরা কেন আমাদের জীবনে গুরুত্বপূর্ণ সেটা একটু হলেও বোঝানো সম্ভব হয়। সব মা’রাই এটার দাবীদার। সবাইকে মা দিবসের শুভেচ্ছা ।