যেকোন দুর্যোগে গাউসিয়া কমিটির মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে

চান্দগাঁওয়ে ইফতার বিতরণে মোহাম্মদ মহসিন

| রবিবার , ৯ মে, ২০২১ at ৬:৫২ পূর্বাহ্ণ

গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের ঘোষিত কর্মসূচির আলোকে চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে নগরীর ১৩ থানায় শতাধিক স্পটে একযোগে পাঁচ হাজার রোজাদার-পথচারিদের মাঝে ইফতার বিতরণ করা হয়। এ উপলক্ষে গতকাল শনিবার নগরীর চান্দগাঁও থানাস্থ বহদ্দারহাট মোড়ে ইফতার বিতরণের কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। চট্টগ্রাম মহানগরের সভাপতি মহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আনজুমানের সেক্রেটারি জেনারেল আনোয়ার হোসাইন, গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ কমিশনার, মহাসচিব শাহজাদ ইবনে দিদার, এডভোকেট মোছাহেব উদ্দীন বখতিয়ার, কমরুদ্দীন সবুর, তছকির আহমদ, মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ, মনির উদ্দীন সোহেল, ইলিয়াস আলকাদেরী, খায়র মোহাম্মদ প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি মোহাম্মদ মহসিন বলেন, ত্বরিকতের মহান শিক্ষা হচ্ছে, মানুষকে সঠিক পথ ও মতে আহবান করা আর মানবতার কল্যাণে কাজ করা। বিগত একবছরের অধিক সময় ধরে দেশে বয়ে যাওয়া বৈশ্বিক মহামারি করোনাকালে গাউসিয়া কমিটির হাজার হাজার কর্মী তাদের জীবনকে উৎসর্গ করে মৃতদের লাশ দাফন-কাফন ও সৎকার করেছে। যা শুধু দেশে নয়, আন্তর্জাতিকভাবে আজ প্রশংসিত হয়েছে গাউসিয়া কমিটি। তিনি বলেন, দেশের যেকোন দূর্যোগে গাউসিয়া কমিটির এ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিনিয়র সিটিজেন্স সোসাইটির ‘ভালোবাসার থলে’ প্রদান
পরবর্তী নিবন্ধঅসহায়দের পাশে থাকার উৎকৃষ্ট সময় এটিই