করোনায় ক্ষতিগ্রস্ত শ্রমিকরা সরকারি প্রণোদনা পাচ্ছে না

আলোচনা সভায় আমীর খসরু

| শনিবার , ৮ মে, ২০২১ at ৬:২৩ পূর্বাহ্ণ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শ্রমিকরা দেশের অর্থনীতির চাকা সচল রাখে। তাদের নিরাপদ রাখলে দেশ নিরাপদ থাকে। এই করোনা মহামারীকালে শ্রমিকরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অথচ সরকার তাদের জীবন-জীবিকাকে কঠিন করে তুলেছে। প্রকৃত শ্রমিকরা সরকারের প্রণোদনা পাচ্ছে না। শ্রমিকরা এখন সময়মতো বেতন পাচ্ছে না, অনেক কারখানায় শ্রমিকদের ছাঁটাইও করা হচ্ছে। আওয়ামী লীগের কাছ থেকে জাতি ভাল কিছু আশা করে না। তিনি গতকাল শুক্রবার সন্ধ্যায় শ্রমিকদলের কার্যালয়ে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের উদ্যোগে ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও মহান মে দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ এম নাজিম উদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসেন, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এম এ আজিজ। বিভাগীয় শ্রমিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ নুরুল্লা বাহারের পরিচালনায় উপস্থিত ছিলেন সি. সহ-সভাপতি শ ম জামাল উদ্দীন, সহ-সভাপতি শামসুল আলম (ডক), মো. ইদ্রিস মিয়া, রেলওয়ে শ্রমিকদলের সাধারণ সম্পাদক এম আর মনজুর, মহানগর মহিলা শ্রমিকদলের সভাপতি শাহেনেওয়াজ চৌধুরী মিনু, দক্ষিণ জেলা শ্রমিকদলের সভাপতি শফিকুল ইসলাম, উত্তর জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, শ্রমিক নেতা আবদুল বাতেন, শফিকুর রহমান মজুমদার, আবু বক্কর সিদ্দিকী, মো. মুজিব, মো. ফরিদ, আবদুল মান্নান, হাবিবুর রহমান বিপ্লব, দেলোয়ার হোসেন, মো. ফরিদ, রফিকুল ইসলাম, মো. কামাল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে আরও ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬