আনোয়ারায় সাড়ে ৩ হাজার মৎস্যজীবীর মাঝে চাল বিতরণ

আনোয়ারা প্রতিনিধি | শনিবার , ৮ মে, ২০২১ at ৬:২০ পূর্বাহ্ণ

জাটকা আহরণে বিরত থাকার অংশ হিসেবে মানবিক সহায়তার কর্মসূচির আওতায় আনোয়ারা উপজেলা সিনিয়র মৎস্য অফিসারের কার্যালয়ের ব্যবস্থাপনায় উপজেলার ১১ ইউনিয়নের ৩ হাজার ৫৮৯ জন মৎস্যজীবীদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার ও শুক্রবার সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়নের তালিকাভূক্ত মৎস্যজীবীদের মাঝে এ সব খাদ্য সহায়তা প্রদান করা হয়।
গতকাল শুক্রবার সকালে আনোয়ারার উপকূলীয় ইউনিয়ন রায়পুর ইউনিয়ন পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় ইউনিয়নের তালিকাভূক্ত ২ হাজার ৩৮৫ জন মৎস্যজীবীদের মাঝে চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান জানে আলম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক। বারশত ইউনিয়নে ১১৫ জন, বৈরাগ ইউনিয়নে ১৪৩ জন, বটতলী ইউনিয়নে ৬৫ জন, বরুমচড়া ইউনিয়নে ১৩৯ জন, বারখাইন ইউনিয়নে ৪৬ জন, আনোয়ারা সদর ইউনিয়নে ৪৭ জন, চাতরী ইউনিয়নে ৯৫ জন, পরৈকোড়া ইউনিয়নে ২৩৮ জন, হাইলধর ইউনিয়নে ৫২ জন ও জুইঁদন্ডি ইউনিয়নে ২৬ জন মৎস্যজীবীসহ মোট ৩ হাজার ৫৮৯ জন মৎস্যজীবীর মাঝে চাল বিতরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসাহায্যের আবেদন
পরবর্তী নিবন্ধঅসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান