বালি আর্কেডে ঈদ মেকআপ কনটেস্ট

আজাদী প্রতিবেদন | শনিবার , ৮ মে, ২০২১ at ৬:১৬ পূর্বাহ্ণ

বৈশ্বিক মহামারীতে স্বাস্থ্যবিধি মেনে নগরীর চকবাজারে বিশ্বমানের শপিং মল বালি আর্কেডে ঈদুল ফিতর উপলক্ষে আয়োজন করেছে মেকআপ কনটেস্ট, মেহেদী উৎসব, জুয়েলারি উৎসব, আতর উৎসব, আইসক্রিম উৎসব এবং আচার উৎসব। ফলে ক্রেতা-দর্শনার্থীদের কেনাকাটার পাশাপাশি এই উৎসবগুলো যোগ করেছে বাড়তি আনন্দ। ক্রেতারা বালি আর্কেডে এসে বিনামূল্যে মেহেদী দিয়ে হাত রাঙাতে পারছেন। ন্যূনতম পাঁচশ টাকার কেনাকাটা করলেই পাচ্ছেন ফ্রি আইসক্রিম। শপিং মলের ষষ্ঠ তলায় ফুড কোর্টে গতকাল সন্ধ্যায় জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল মেকআপ কনটেস্ট। চট্টগ্রামের স্বনামধন্য বিউটি এক্সপার্টগণ সাজিয়েছিলেন নির্বাচিত পাঁচ রমণীকে। আগত ক্রেতা সাধারণ খুব আগ্রহ নিয়ে অনুষ্ঠান উপভোগ করেন। এতে বিচারক ছিলেন শেঠ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. সোলায়মান আলম শেঠ, সেরা রাঁধুনি ১৪২২ বিজয়ী সাবিনা ইকরাম সিরাজী, কালারস্‌ অফ লাইফের প্রেসিডেন্ট শাকিলা গাফ্‌ফার এবং শেঠ প্রপার্টিজের পরিচালক সারিস্তা বিনতে নূর। মেকআপ কনটেস্ট বিজয়ীর হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন শেঠ গ্রপের ব্যবস্থাপনা পরিচালক মো. সোলায়মান আলম শেঠ। মেকআপ কনটেস্টে যৌথভাবে বিজয়ীরা হলেন -রাহিয়া লাকী ও ইমানা কায়সার।
জুয়েলারির দোকানগুলোতেও এখন ক্রেতার ভিড় বেড়েছে। আকর্ষণীয় ডিজাইনের গয়নার খোঁজ করতে প্রতিদিনই ভিড় করছেন নারী-পুরুষসহ নানা শ্রেণির মানুষ। ওদিকে আতর উৎসবের কারণে সুপারমলে একটা স্নিগ্ধ সুরভিত পরিবেশ বিরাজ করছে। যা মনে আনে এক পবিত্র অনুভূতি। এর সঙ্গে আছে আচার উৎসব। ফলে বালি আর্কেডে ঈদ উৎসবে কেনাকাটা জমে উঠেছে পুরোদমে। ইতিমধ্যে এই সুপারমলকে ঘিরে ক্রেতা-দর্শনার্থীদের মাঝেও ব্যাপক উৎসাহ ও শেঠ প্রপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক সোলায়মান আলম শেঠ জানান, ঈদুল ফিতরকে উৎসবমুখর করে তুলতে আমরা মেকআপ কনটেস্টসহ বিভিন্ন উৎসবের আয়োজন করেছি।

পূর্ববর্তী নিবন্ধশতভাগ মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে
পরবর্তী নিবন্ধদুই দফা করোনা মোকাবেলা করতে সক্ষম হয়েছে সরকার : নওফেল