ঈদে ‘পিলিয়ার’ দিয়ে মন ভরাবেন শাহনাজ খুশি

| শনিবার , ৮ মে, ২০২১ at ৫:৪২ পূর্বাহ্ণ

দেশের জনপ্রিয় অভিনেত্রী শাহনাজ খুশি। গ্রামীন প্রেক্ষাপটের গল্পগুলোতে তার উপস্থিতি মানেই দারুণ কিছু। কখনো বাড়ির বউ, কখনো বা বাড়ির মেয়ে হিসেবে তিনি অনবদ্য। কৌতুকের ছলে আবেগ ভরা শিক্ষামূলক সংলাপে তার অভিনয় মুগ্ধতা ছড়িয়েছে দর্শকের মনে বহুবার। সেই ধারাবাহিকতায় আবারও গ্রামীন গল্পের নাটক নিয়ে হাজির হচ্ছেন খুশি। ঈদ উপলক্ষে নির্মিত এ নাটকের নাম ‘পিলিয়ার’। শাহনাজ খুশি জানান, ‘পিলিয়ার’ নাটকটি রচনা করেছেন নন্দিত নাট্যকার ও অভিনেতা বৃন্দাবন দাস। এটি পরিচালনা করেছেন অভিনেতা শামীম জানান। খুশি বলেন, ঈদের জন্য দশ পর্বে নির্মিত হয়েছে এই নাটকটি। বেশ আনন্দ নিয়ে কাজ করেছি এখানে। গল্পে হাসি-বেদনা ও নৈতিক শিক্ষা সবই পাবেন দর্শক। আসছে রোজা ঈদে একটানা দশদিন নাটকটি প্রচার হবে এটিএন বাংলায়।

পূর্ববর্তী নিবন্ধকঙ্গনার বিরুদ্ধে তৃণমূলের মামলা
পরবর্তী নিবন্ধপিজিত-রন্টির ‘তোমার পাগল’