আচ্ছা, ভালোবাসার কি কোন গন্ধ হয় কিংবা বর্ণ? কেন বল তো যে মুহূর্তে তুমি বললে, ভালোবাসি- মনে হলো যেন হাজার ফুলের সৌরভ আমার চারপাশে, বুক ভরে নিঃশ্বাসে/ ফুলের সুবাসে! অথচ জানো? আমার ত্রিসীমানায় কোন ফুলের বাগান নেই / নেই কোন সবুজ মাঠ। তবে কেন এতো ফুলের ঘ্রাণ আর সবুজের সমারোহ- আমার চারিপাশে আজ। চুপ করে রইলে যে কিছুই কি বলার নেই- বড়ো নির্লিপ্ত তুমি, বেমানান! বহু ক্ষণ পরে, বহু দূর থেকে বললে ভালোবাসা তো অন্তরের হৃদয় দিয়ে অনুভব করতে হয়-তাহলেই চারপাশে/ ফুলের গন্ধ ভেসে আসে/ জীবন হয় সৌরভময়। ভালোবাসা চিরকালীন/ চিরসবুজ, বসন্ত চিরদিন কোকিলের সাথে তাই বসন্তের ভালোবাসা চির অমলিন।