দোকানপাট ও শপিংমলে অভিযান জরিমানা

নির্দেশনা অমান্য

আজাদী প্রতিবেদন | শনিবার , ৮ মে, ২০২১ at ৫:২১ পূর্বাহ্ণ

সরকারি নির্দেশনা অমান্য করায় নগরীতে দোকানপাট ও শপিংমলে অভিযান চালিয়ে ৫ হাজার ৯শ টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ১০ নির্বাহী ম্যাজিস্ট্রেটের পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়। জেলা প্রশাসকের স্ট্যাফ অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক আজাদীকে বিষয়টি জানান।
উমর ফারুক বলেন, চলমান লকডাউনে ৭টি শর্তে দোকানপাট ও শপিংমল খোলা রাখার অনুমোদন দেয়া হয়। কিন্তু নগরীতে তা মানা হচ্ছে না। বিধিনিষেধ অমান্য করে কিছু কিছু ব্যবসায়ী ব্যবসা করছেন। কিছু কিছু ক্রেতারাও স্বাস্থবিধি না মেনে কেনাকাটা করছেন। অভিযানে গেলে এসব চিত্র দেখা যায়। একপর্যায়ে ১৮টি মামলায় ১৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৫ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়। সরকার কর্তৃক পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এমন অভিযান চলমান থাকবে বলেও জানান উমর ফারুক।

পূর্ববর্তী নিবন্ধবাজারে কালীপুরের রসালো লিচু
পরবর্তী নিবন্ধসরকারি বিধিনিষেধ কতটুকু মানা হচ্ছে কক্সবাজারে?