করোনা প্রতিরোধে দৃষ্টির উদ্যোগে ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ড, ২৩ নম্বর উত্তর পাঠানটুলি ওয়ার্ড ও ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ডে মাইকিং কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিস ইন বাংলাদেশের (এডাব) আর্থিক সহায়তায় ‘সাপোর্টিং এনগেজমেন্ট অব দ্যা সিভিল সোসাইটি ফর কোভিড-১৯ রেসপন্স’ প্রকল্পের অধীনে উক্ত কার্যক্রম বাস্তবায়িত হয়েছে। মাইকিং চলাকালীন জনগণকে নিয়মিত সাবান দিয়ে ২০ সেকেন্ড পরপর হাত ধোয়া, জনসমাগম স্থল এড়িয়ে চলা, তিনফুট সামাজিক দূরত্ব নিশ্চিত করা ইত্যাদি বিষয়ে সচেতন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।