নৌবাহিনী কলেজ চট্টগ্রামের অধ্যক্ষ ক্যাপ্টেন জাহাঙ্গীর খান বিএন নৌ পারদর্শিতা পদকে ভূষিত হলেন। সশস্ত্র বাহিনী দিবস’২১ উপলক্ষে শান্তিকালীন সময়ে বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ ২০২০ সালের জন্য বাংলাদেশ নৌবাহিনীর ৩৮ সদস্যকে (অফিসার ও নাবিক) শান্তিকালীন পদকের জন্য মনোনীত করা হয়েছে। এরমধ্যেই আছেন ক্যাপ্টেন জাহাঙ্গীর খান।
আগামী ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শান্তিকালীন পদক প্রদান অনুষ্ঠানে এ পদক প্রদান করা হবে। পেশাগত দক্ষতা, সততা, কাজের প্রতি আন্তরিকতা, নিয়মানুবর্তিতা, সময়ানুবর্তিতার স্বীকৃতি এই ‘নৌ পারদর্শিতা পদক’ (ঘচচ)। এ বছরে এই পদকের জন্য মনোনীত হয়েছেন অধ্যক্ষ ক্যাপ্টেন জাহাঙ্গীর খান। প্রেস বিজ্ঞপ্তি।