ডা. মাসুদ পারভেজের ইন্তেকাল

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৭ মে, ২০২১ at ৫:৫৪ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডের প্রবীণ আওয়ামী লীগ নেতা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ডা. মোহাম্মদ এখলাস উদ্দীনের একমাত্র পুত্র, চমেক হাসপাতালের চক্ষু বিভাগের প্রধান ডা. মাসুদ পারভেজ আর নেই। গতকাল বৃহস্পতিবার নিজ বাসায় নামাজ পড়ার সময় তিনি অসুস্থ হয়ে পড়লে উনাকে ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে দশটা নাগাদ তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি পিতা, স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ বহু আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ সকাল দশটায় চমেক হাসপাতাল প্রাঙ্গনে এবং বাদ জুমা সীতাকুণ্ডের বহরপুর গ্রামের বাড়িতে নামাজে জানাজা শেষে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তার স্ত্রী ডা. শেফা সারওয়াত চমেক হাসপাতালের ফার্মাকোলজি বিভাগের বিভাগীয় প্রধান।

পূর্ববর্তী নিবন্ধমীর মেজবাহ
পরবর্তী নিবন্ধক্যাপ্টেন জাহাঙ্গীর নৌ পারদর্শিতা পদকের জন্য মনোনীত