ঈদকে সামনে রেখে বালি আর্কেড শুরু করেছে ঈদ ফেস্টিভ্যাল। এর প্রধান আকর্ষণ হচ্ছে বালি আর্কেড প্রেজেন্টস ঈদ মেকআপ কনটেস্ট। চট্টগ্রামের স্বনামধন্য বিউটি এক্সপার্টরা বালি আর্কেড ফুড কোটে নিপুন হাতে সাজাবেন নির্বাচিত ৫ জনকে। তাদের মধ্যে থেকে একজনকে বিজয়ী ঘোষণা করা হবে। বিচারক থাকবেন শেঠ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোলায়মান আলম শেঠ, সেরা রাঁধুনি ১৪২২ এর সাবিনা ইকরাম সিরাজী, কালারস অফ লাইফের প্রেসিডেন্ট শাকিলা গাফফার ও শেঠ প্রপার্টিজের পরিচালক সারিস্ত বিনতে নূর। বালি আর্কেডের ফুড কোটে আজ সন্ধ্যা ৭টায় মেকআপ কনটেস্ট বিজয়ীকে আর্কষণীয় পুরষ্কার প্রদান করা হবে। বালি আর্কেডে চলছে ফ্রিতে ঈদ মেহেদি উৎসব, ঈদ জুয়েলারী উৎসব, ঈদ আতর উৎসব ও আচার উৎসব। প্রেস বিজ্ঞপ্তি।