ভুয়া এনআইডি তৈরিতে জড়িত তিন প্রতারক কারাগারে

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৭ মে, ২০২১ at ৫:০৮ পূর্বাহ্ণ

ভুয়া এনআইডি তৈরিতে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া তিন প্রতারককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন মহানগর হাকিম আদালত। গতকাল বৃহস্পতিবার ডবলমুরিং থানা পুলিশ তাদের আদালতে হাজির করলে আদালতের বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে বুধবার বিকেলে তাদের নগরীর আগ্রাবাদ ও দেওয়ানহাট এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে র‌্যাব। ওই রাতেই তাদের ডবলমুরিং থানায় হস্তান্তর করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, নগরীর ডবলমুরিং থানার মোগলটুলি এলাকার মৃত ছবির আহাম্মদের ছেলে মো. ইমরান (২৭), কুমিল্লা জেলার লাকসাম থানাধীন রাজাপুর গ্রামের আবদুর রশীদের ছেলে মো. হোসাইন (২২) ও নগরীর ডবলমুরিং থানাধীন সুপারীওয়ালা পাড়ার মৃত ছাবের আহমদের ছেলে বেলাল হোসেন টিপু (৩৩)। র‌্যাব-৭ এর সহকারী পরিচালক নূরুল আবছার জানান, নগরীর আগ্রাবাদ ও দেওয়ানহাট এলাকার এম.এম. এন্টারপ্রাইজ ও হোসাইন এন্টারপ্রাইজ নামের দোকানগুলোতে প্রতারণা ও জালিয়াতির উদ্দেশ্যে অবৈধভাবে বিভিন্ন ব্যক্তির নামে ভুয়া এনআইডি (জাতীয় পরিচয়পত্র), জন্ম সনদ, ওয়ারিশ সনদ, ইউনিয়ন পরিষদের নাগরিক সনদ তৈরি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ৫ এপ্রিল দুপুর থেকে টানা অভিযানে তিন প্রতারককে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন থেকে ভুয়া জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন ধরণের ভূয়া সনদপত্র তৈরির কথা স্বীকার করেছে। এসময় তাদের দোকান তল্লাশি করে ভুয়া জাতীয় পরিচয়পত্র, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রশংসা পত্র, বিদ্যালয় পরিত্যাগ সনদ, পিইসি সার্টিফিকেট ফরম, ওয়ারিশ সনদ, ইউনিয়ন পরিষদ এর নাগরিক সনদ ইত্যাদি তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধদেশে গত ৩৭ দিনে সবচেয়ে কম মৃত্যু
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রের কাছে ৪০ লাখ ডোজ টিকা চাইল বাংলাদেশ