জলদস্যুরা বঙ্গোপসাগরে জেলেদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগ করেছেন সামুদ্রিক মৎস্য আহরণকারী বোট মালিক সমিতির নেতারা। গতকাল নগরীর ফিশারীঘাটে এক জরুরি সভায় সমিতির সম্পাদক আমিনুল হক বাবুল সরকার বলেন, গত দুই সপ্তাহ জলদস্যুরা সাগরে জেলেদের জিম্মি করে বোট মালিকদের কাছে মুক্তিপণ আদায় করছে। বোট মালিকরা জলদস্যুর হাতে জিম্মি হয়ে এক প্রকার অসহায় হয়ে পড়েছে। জলদস্যুরা বোটের মাঝি মাল্লার হাত পা বেঁধে গোপন নিয়ে মুক্তিপণ আদায় করছে। গত দুই সপ্তাহের ব্যবধানে এফ বি তানিয়া, এফ বি সামসুর নাহার, এফ বি রায়হান, এফ বি ভাই ভাই, এফ বি নিহা ফারজানা ও এফ বি খাজা গরীবে নেওয়াজ নামে বোটের মালিককে ফোন করে মুক্তিপণ আদায় করে। মুক্তিপণ না দিলে বোটের ইঞ্জিন খুলে মালামাল লুট করে সাগরে ভাসিয়ে দেয়া হচ্ছে। মাঝিমল্লারা আমাদের জানান-কক্সবাজার, সোনাদিয়া, কুতুবদিয়া পশ্চিম চ্যানেলে জলদস্যুরা বেশি ডাকাতি করে। আমরা প্রশাসনিক সহযোগিতা চাই। সহযোগিতা না পেলে জেলেরা সাগরে যেতে সাহস পাচ্ছে না। প্রশাসন যদি আগামী ১০দিনের মধ্যে জেলেদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত না করে তবে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বোট মালিক সমিতির সভাপতি আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক জসীম উদ্দীন, প্রচার সম্পাদক করিম উল্লাহ, অজগর আলী কোম্পানি, আহাম্মদ কোম্পানি ও মোহাম্মদ হোসেন প্রমুখ।











