বাঁশখালী উপজেলার ২৬শ নিবন্ধিত জেলেদের মাঝে বিশেষ প্রণোদনাস্বরূপ মার্চ- এপ্রিল ২ মাসের জন্য প্রতি পরিবারকে ৮০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। তারাই ধারাবাহিকতায় বাঁশখালীর চাম্বল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ২শ জেলে পরিবারকে ৮০ কেজি করে চাল গতকাল বুধবার প্রদান করা হয়। চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী, অতিথি ছিলেন বাঁশখালীর সিনিয়র মৎস্য অফিসার উম্মূল ফারা বেগম তাজকিরা। উপস্থিত ছিলেন ইউপি সদস্য মো. শহিদ উল্লাহ, জাফর ইকবাল, ফজল কাদের, সৈয়দ নুর, নুরুল আলম, আব্দুল মাবুদ, মোহাম্মদ হোছাইন, চাম্বল ইউপি সচিব ফয়সাল আবেদিন, স্বরূপ দেব নাথ, জামাল হোছাইন মিন্টু প্রমুখ।