বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) অঙ্গ প্রতিষ্ঠান স্টান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেডে (এসএওসিএল) আরো ৩৬জন অস্থায়ী কর্মকর্তা-কর্মচারীকে বিনা নোটিশে ছাঁটাইয়ের অভিযোগ উঠেছে। গতকাল দুপুরে ছাঁটাইয়ের শিকার অস্থায়ী কর্মকর্তা-কর্মচারীরা চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে। এতে ছাঁটাইকৃত শ্রমিকরা চাকরি ফিরে পেতে প্রধানমন্ত্রী, বিপিসির চেয়ারম্যানের কাছে মানবিক আবেদন জানান। পাশাপাশি চাকরি ফিরিয়ে দিয়ে তাদের স্থায়ী করার দাবিও জানান তারা। এর আগে গত ৩১ জানুয়ারিও ৬৮ জন কর্মকর্তা-কর্মচারীকে একই কায়দায় ছাঁটাই করা হয় বলেও অভিযোগ উঠে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।
ছাঁটাইয়ের শিকার ফিডার অপারেটর মীর আহমদ বলেন, কোন পূর্ব ঘোষণা ছাড়াই আমাদের বিনানোটিশে ছাঁটাই করা হয়েছে। আমাদের কোন অপরাধ নেই। এখন করোনাকাল, আমরা অসহায়। কোথাও চাকরি নেই। কাজ নেই। মানবিক দিক বিবেচনা করে আমাদের চাকরি ফিরিয়ে দেয়া হোক। চলতি রমজানের ঈদের বোনাস ভাতা দেয়া হোক।
এসএওসিএল’র দায়িত্বে থাকা বিপিসির উপ-মহাব্যবস্থাপক মোরশেদ হোসাইন আজাদ বলেন, এসএওসিএল প্রতিষ্ঠানটি সরকারি ও ব্যক্তিখাতের দ্বৈত অংশীদারিত্বের প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি নানা অনিয়মে নিমজ্জিত ছিল। যাকে খুশি চাকরি দেয়া হয়েছিল। এখন প্রতিষ্ঠানটিতে শৃঙ্খলা ফিরিয়ে আনার পদক্ষেপ নেয়া হয়েছে। প্রতিষ্ঠানের খরচ কমানোর উদ্যোগ নেয়া হয়েছে। সেই উদ্যোগের অংশ হিসেবে প্রথম ধাপে ৬৮ জন ও দ্বিতীয় ধাপে ৩৬জন অস্থায়ী কর্মকর্তা-কর্মচারীর চাকরি অবসায়ন করা হয়েছে। বোর্ডের সিদ্ধান্তেই তাদের অবসায়ন করা হয়েছে।