হাটহাজারী থানা পুলিশ গতকাল মঙ্গলবার ভোরে হেফাজতের উপজেলা শাখার ২ নেতাকে আটক করেছে। তাদের একজন হলেন হেফাজতের উপজেলা শাখার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাওলানা মো. আরিফ ও অন্যজন হেফাজতের উপজেলা শাখার দাওয়া বিষয়ক সম্পাদক মাওলানা তাজুল ইসলাম। মাওলানা আরিফকে গতকাল আদালতে প্রেরণ করা হয়েছে। অপরজনকে আজ বুধবার পাঠানো হবে। হাটহাজারীতে তাণ্ডবের মামলায় তাদের আটক করা হয় বলে হাটহাজারী থানার ওসি (তদন্ত) রাজিব শর্মা নিশ্চিত করেছেন।