চকরির প্রলোভন দেখিয়ে তিন তরুণীকে আটকে রেখে পতিতাবৃত্তিতে বাধ্য করায় দুজনকে আটক করেছে র্যাব। গত সোমবার নগরের বন্দর থানার মধ্যম হালিশহর আলী মাঝির পাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় উদ্ধার করা হয় ভুক্তভোগী তরুণীদেরও। গ্রেপ্তারকৃতরা হলেন- আনোয়ারা উপজেলার পারকির চর এলাকার মৃত সাহাব মিয়ার ছেলে মো. নুরুল আলম (৬০) ও পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার উত্তর টিকিকারা গ্রামের আমজাদ আলীর ছেলে মো. আমির (৪৫)। র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার জানান, ধৃতরা সংঘবদ্ধ একটি প্রতারক চক্রের সদস্য। তারা ভোলা ও ব্রাহ্মণবাড়িয়ার তিন তরুণীকে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে এক বছর আগে চট্টগ্রাম নিয়ে আসেন। তাদের বন্দর থানার দক্ষিণ মধ্যম হালিশহর আলী মাঝির পাড়ার ফারুক কলোনির মোজাম্মেলের বাসায় আটকে রাখেন। পরবর্তীতে তরুণী ও তাদের পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়ে তাদের পতিতাবৃত্তিতে বাধ্য করেন। র্যাব জানায়, মোজাম্মেলের বাসা থেকেই তিন তরুণীকে উদ্ধার করার পাশাপাশি দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় বন্দর থানায় ২০১২ সালের মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।