পটিয়ায় ঐক্যবদ্ধ আ’লীগকে বিচ্ছিন্ন করা যাবে না

মতবিনিময় সভায় হুইপ

পটিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ৪ মে, ২০২১ at ১১:১৫ পূর্বাহ্ণ

হুইপ সামশুল হক চৌধুরী বলেছেন, পটিয়ায় আ’লীগ এক ও অভিন্ন এবং নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। পটিয়ায় আ’লীগের ঐক্যকে বিনষ্ট করতে একটি মহল ষড়ন্ত্রে লিপ্ত রয়েছে। এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। কোন ষড়যন্ত্রই এই ঐক্যে ফাটল ধরাতে পারবে না। আ’লীগকে ক্ষমতাচ্যুত করতে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা চেষ্টা চালিয়ে যাচ্ছে। হেফাজতের ব্যানারে রাষ্ট্রক্ষমতা দখলের যে ষড়যন্ত্র হয়েছিল তাও শেখ হাসিনার নেতৃত্বের কাছে পরাস্ত হয়েছে। আ’লীগ নেতৃবৃন্দকে এ করোনা দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
গতকাল সোমবার বিকেলে পটিয়া আদর্শ হাই স্কুল মিলনায়তনে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে হুইপ সামশুল হক চৌধুরীর সাথে পটিয়া পৌরসভা আ’লীগের কার্যনিবাহী কমিটি ও ওয়ার্ড আ’লীগের সভাপতি, সাধারণ সম্পাদকদের সাথে মতবিনিময় ও ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পৌরসভা উপজেলা আ’লীগের সভাপতি আলমগীর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এন এ নাছিরের সঞ্চালনায় এতে আরো বক্তব্য দেন, দক্ষিণ জেলা আ’লীগের সহ সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা আ’লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আকম সামশুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, পৌরসভার মেয়র আইয়ুব বাবুল, ফজলুল হক, কাউন্সিলর গোফরান রানা, নাছির উদ্দিন পদ্মা, মুজিবুর রহমান চৌধুরী, মেজবাহ্‌ উদ্দিন বাহার, সাইফুল্লাহ পলাশ, নুরুল করিম, আবদুল মান্নান, মঞ্জুরুল আলম, বিশ্বজিৎ দাশ, সাজ্জাদ সুমন, হায়দার আলম রুহেল প্রমুখ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধদ্বিতীয় ডোজ টিকা নিলেন আরও ৮ হাজার মানুষ
পরবর্তী নিবন্ধমুজিব সৈনিকের পথ শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ