সরাইপাড়ায় ইফতার সামগ্রী বিতরণ

| মঙ্গলবার , ৪ মে, ২০২১ at ১১:১৪ পূর্বাহ্ণ

চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী গতকাল সোমবার ১২নং সরাইপাড়া ওয়ার্ডে আওয়ামী লীগ আয়োজিত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে বলেন, রমজান মাস রহমতের মাস। এ মাসেই আল্লাহতায়ালা কোরআন নাজেল করেছেন, এ মাসেই তিনি গুনাহ মাফ করেন। এই গুনাহ থেকে পরিত্রাণে ইবাদত-বন্দেগী করতে হবে এবং কী কারণে করোনা অতিমারী আঘাত করলো তা উপলব্ধি করে পাপ ও অনাচার থেকে দূরে থাকতে হবে। ওয়ার্ড কাউন্সিলর মো. নুরুল আমিনের সভাপতিত্বে ইফতার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দীন, ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক লায়ন এস. শওকত আলী, ডা. নুরুল ইসলাম, আবু ছৈয়দ খান, হেলাল উল্লাহ, মো. আমজাদ, মো. শাহজাহান, আবু সাঈদ, মো. রাজিব, মুজিবুর রহমান, আবুল হাসান, ফোরকানুল আলম রানা, সাইদুল হাবিব, ইঞ্জিনিয়ার তাহের খান, মো. ফারুক, আলী আকবর ও মো. আশরাফ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুন্ডের ৯ ইউনিয়নে ছাত্রদলের কমিটি ঘোষণা
পরবর্তী নিবন্ধচীনের ৫ লাখ টিকা আসতে পারে ১০ মের মধ্যে : স্বাস্থ্যমন্ত্রী