মহানগরীর বীর মুক্তিযোদ্ধারা পেল প্রধানমন্ত্রীর ঈদ উপহার

| মঙ্গলবার , ৪ মে, ২০২১ at ১১:১৩ পূর্বাহ্ণ

করোনা পরিস্থিতিতে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ইউনিট কমান্ডের অধীন ২২১ জন বীর মুক্তিযোদ্ধার মাঝে প্রধানমন্ত্রী প্রদত্ত ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের নির্দেশে নগরীর দারুল ফজল মার্কেটস্থ সংসদের কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে এসব উপহার সামগ্রী বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস.এম জাকারিয়া। প্রতি প্যাকেট ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল-১০ কেজি চাল, ১ কেজি চিনি, ২ লিটার সয়াবিন তেল, ৫ প্যাকেট সেমাই ও ১টিঁ লুঙ্গি।
মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ইউনিট কমান্ডার মোজাফফর আহমদের সভাপতিত্বে ও ডেপুটি কমান্ডার শহীদুল হক চৌধুরী সৈয়দের সঞ্চালনায় উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসনের এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা, নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী আহসান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুছা নাছের চৌধুরী। বক্তব্য দেন, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাধন চন্দ্র বিশ্বাস, কাজী নুরুল আবছার, মো. সরওয়ার আলম চৌধুরী মনি, কাজী মুহাম্মদ রাজীশ ইমরান প্রমূখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিল্প পুলিশ ও বিজিএমইএ একসাথে কাজ করবে
পরবর্তী নিবন্ধসীতাকুন্ডের ৯ ইউনিয়নে ছাত্রদলের কমিটি ঘোষণা