নিজেকে শাণিত করে তোলার চেষ্টায় আছেন মোসাদ্দেক

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ৪ মে, ২০২১ at ১০:৫৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ দলে সীমিত ওভারের ক্রিকেটে বেশির ভাগ সময়ই মোসাদ্দেক হোসেনকে দেখা যায় ফিনিশারের ভূমিকায়। তিনিও সেই বাস্তবতা মেনে নিয়ে নিজেকে শানিত করে তুলছেন। পজিশন ও পরিস্থিতির দাবি মেটাতে ব্যাটিংয়ে উন্নতির চেষ্টা করছেন বলে জানান এই অলরাউন্ডার। চোটের কারণে সদ্য সমাপ্ত শ্রীলংকা সফরের টেস্ট দলের বিবেচনায় ছিলেন না মোসাদ্দেক। এখন তিনি আবার মাঠে ফিরেছেন। ঈদের পর দেশের মাঠে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রাথমিক দলে রাখা হয়েছে তাকে। এই দলের যারা শ্রীলংকা সফরে নেই, তারা প্রস্তুতি শুরু করেছেন রোববার থেকে। মোসাদ্দেকও তাদের সঙ্গী। সোমবার অনুশীলন শেষে বিসিবির ভিডিও বার্তায় তিনি চোট নিয়ে শোনান স্বস্তির খবর। ‘চোট থেকে ওঠার পর মাত্র দুই-তিন দিন অনুশীলন করার সুযোগ পেয়েছি। এখানে আসার পরও অনুশীলন ক্যাম্পে দুই দিন অনুশীলন করলাম। ভালো অনুভব করছি। পায়ের যে অবস্থা ছিল, উন্নতি হয়েছে এখন। ব্যাটিং-বোলিং, জিমও করলাম এখন, কোনো সমস্যা হচ্ছে না।’ ‘আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী আছি। এখন যখন ব্যাটিং-বোলিং করছি, আমার শেপ আগের থেকে ভালো থাকছে। এই জায়গায় আগের চেয়ে আত্মবিশ্বাসী।’ মোসাদ্দেক জানালেন, তিনি কিছু জায়গা নিয়ে কাজ করছেন। ‘ফিনিশারের ভূমিকার যে দায়িত্ব থাকে, দলের খারাপ অবস্থা থেকে দলকে ভালো জায়গায় নিয়ে যাওয়া ও ভালোভাবে শেষ করা এবং ভালো সময়ও ভালোভাবে শেষ করার দায়িত্ব থাকে। নতুন করে কাজ করা বলতে, এই সময়টায় ব্যাটিংয়ে ইয়র্কার ও স্লোয়ার বলই বেশি আসে। এটা নিয়েই কাজ করছি, এই বলগুলিতে কিভাবে রান করতে পারব। এর বাইরে নতুন কাজ করার কিছু নেই। এখানে উন্নতির চেষ্টা করছি।’
দেশের ক্রিকেটে এখন চলছে দুঃসময়। কেবল হার দেখছে দল। মোসাদ্দেকের আশা, এই গ্রহণকাল দীর্ঘায়িত হবে না খুব বেশি। ‘সামপ্রতিক সময়ে দলের যা অবস্থা, সবাই দেখছে আমরা বাজে সময় পার করছি। আশা করি, আমরা তা কাটিয়ে উঠব এবং আমাদের দল ভালোভাবে ঘুরে দাঁড়াবে।’

পূর্ববর্তী নিবন্ধঅবসরে থিসারা পেরেরা
পরবর্তী নিবন্ধওয়ানডের শীর্ষে নিউজিল্যান্ড টি-টোয়েন্টিতে বাংলাদেশের উন্নতি