বাংলাদেশে চলছে করোনার দ্বিতীয় ঢেউ। প্রতিদিনই বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। প্রতিকূল এই পরিস্থিতিতে ইফতার, সেহেরি ও উপহার সামগ্রী বিতরণ করছে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন। একইসঙ্গে দুস্থ’ ও অসহায় মানুষের পাশে এসে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তারা।
৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ : ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডে গতকাল সোমবার কর্মহীনদের মাঝে ত্রাণ ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দ সরোয়ার মোর্শেদ কচি। সঞ্চালনায় ছিলেন তারেক জামাল ও মীর আহমেদ খোকন। বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরী, মহিলা কাউন্সিলর তসলিমা নুরজাহান রুবি। উপস্থিত ছিলেন আব্দুল জব্বার, সাহাবুদ্দিন আহমেদ জাহিদ, লোকমান আহমেদ, আনসার আলী, তাজুল ইসলাম, এরফান আহমেদ, সাজ্জাদ হাসান, মো. আলী বাবলু প্রমুখ।
৮ নং শুলকবহর ওয়ার্ড : মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক কে বি এম শাহজাহানের উদ্যোগে ৮ নং শুলকবহর ওয়ার্ডে কর্মহীন হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যপণ্য বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে মুরাদপুর মহল্লা কমিটির কার্যালয়ে এসব সামগ্রী বিতরণ করা হয়। কে বি এম শাহজাহান বলেন, লকডাউনে কর্মহীন হয়ে পড়া দিনমজুর, অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব। বিতরণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন মুরাদপুর ইউনিট আওয়ামী লীগের সভাপতি কফিল উদ্দিন খোকন। সঞ্চালনায় ছিলেন নুরুল আমিন মণি। উপস্থিত ছিলেন ৮নং শুলকবহর ওয়ার্ড কাউন্সিলর মোরশেদ আলম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আতিকুর রহমান, সাধারণ সম্পাদক শেখ সোহরাওয়ার্দী, সিজেকেএস’র সাবেক যুগ্ম-সম্পাদক শহীদুল ইসলাম, আবু বক্কর সিদ্দীক প্রমুখ।
মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন : আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় গতকাল উত্তর কাট্টলী ও আসকারাবাদ এলাকায় চার হাজার পোশাক শ্রমিকদের মাঝে সেহেরি ও ইফতার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোস্তফা-হাকিম গ্রুপের পরিচালক সাইফুল আলম। উপস্থিত ছিলেন মোস্তফা-হাকিম কলেজের প্রভাষক সত্যজিত বড়ুয়া, মোস্তফা-হাকিম গ্রুপের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
লালখান বাজার ওয়ার্ড : ১৪ নং লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত মো. বেলালের পক্ষে গতকাল ওয়ার্ডের সকল মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সৈয়দ শওকত হোসেন, তপন সিংহ, মোজাম্মেল হোসেন সোহাগ, শেখ মহিউদ্দিন বাবু, সাজ্জাদুর রহমান, আলমগীর হোসেন প্রমুখ।
২৪ নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ড : ২৪ নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের কাউন্সিলর নাজমুল হক ডিউকের উদ্যোগে চগ্রেটার ম্যানচেস্টার চট্টগ্রাম এসোসিয়েশন জিএমসিএ’র পক্ষ থেকে যাকাত ফান্ডের মাধ্যমে প্রায় তিন শতাধিক পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
নগর স্বেচ্ছাসেবকলীগ : নগরীর জিইসি মোড়, জাতীয় গৃহায়ন সংস্থার মোড়, ডেবারপাড়সহ বিভিন্ন এলাকায় সুরক্ষা সামগ্রী ও ইফতার বিতরণ করেছে নগর স্বে”ছাসেবকলীগ। সম্মেলন প্রস্তুতি কমিটির অর্থ উপ-কমিটির সদস্য ওমর ফারুক চৌধুরীর তত্ত্বাবধানে এতে সার্বিক সহযোগিতা করেন মহিউদ্দিন খসরু, মোহাম্মদ সেলিম, সাখাওয়াত হোসেন অপু, মোহাম্মদ পারভেজ, এস এম আনিছুর রহমান, মোহাম্মদ তাহের, নাজিম উদ্দিন, আবদুর রহিম রিয়াদ প্রমুখ।
মুরাদপুর বৃহত্তর ব্যবসায়ী সমিতি : মুরাদপুর বৃহত্তর ব্যবসায়ী সমিতির উদ্যোগে এক হাজার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও অসহায় পরিবারের মাঝে ইফতার ও সেহরী সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোবারক আলী, ৮ নং কাউন্সিলর মোরশেদুল আলম ও মহিলা কাউন্সিলর জেসমিন আক্তার জেসী। উপস্থিত ছিলেন জাবেদ রশীদ সেলিম, হাজী মোহাম্মদ আরমান, মো. ফোরকান, মো. জাবেদ, মো. হাছান. মো. সবুর, জুয়েল সাইফুল ইলিয়াছ প্রমুখ।
নগর যুবদল : নগরীর উত্তর পাহাড়তলীর বিশ্ব কলোনিতে যুবদলের উদ্যোগে অসহায় ও হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন নগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি। উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সভাপতি জমির আহমেদ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী, সহ-সভাপতি জামাল উদ্দিন কোম্পানি, যুগ্ম সম্পাদক আবু হানিফ, আহ্বায়ক মো. ইউনুছ, খালেদ সাইফুল্লাহ, দেলোয়ার হোসেন, মিজানুর রহমান রাজু ,শামিম আহমেদ প্রমুখ।
শহীদ বশরুজ্জমান ছাত্র পরিষদ : আনোয়ারা প্রতিনিধি জানান, শহীদ বশরুজ্জমান চৌধুরীর ৫০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গত শুক্রবার খতমে কোরআন, আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। বরুমচড়া শহীদ বশরুজ্জমান ছাত্র পরিষদের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের যুগ্ম সচিব আজিজুল হক নসুর। সঞ্চালনায় ছিলেন সমন্বয়ক মাউসুফ উদ্দিন মাসুম। বক্তব্য দেন সাহাবুদ্দিন হেলাল, প্রধান শিক্ষক শাহাদাত হোসেন, সাংবাদিক খালেদ মনছুর। উপসি’ত ছিলেন আজাদ সিকদার, শাহজাহান টিপু, শাহাদাত হোসেন প্রমুখ।
গাউসিয়া কমিটি হাইদগাঁও ইউনিয়ন : গাউছিয়া কমিটি হাইদগাঁও ইউনিয়নের উদ্যোগে গত ১ এপ্রিল কর্মহীন ও অসচ্ছল পরিবারের মাঝে ইফতার ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবু ইউসুফ। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল আজিজ। প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটির কেন্দ্রীয় চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ।
বিশেষ অতিথি ছিলেন গাউছিয়া কমিটি দক্ষিণ জেলার সভাপতি কমর উদ্দীন সবুর, সাধারণ সম্পাদক হাবিবুলাহ মাস্টার। উপসি’ত ছিলেন গাউছিয়া কমিটি পটিয়া উপজেলার সভাপতি মাহবুবুল আলম, সিনিয়র সহ সভাপতি ডা. আবু সৈয়দ, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শামীম, জাকির হোসেন মেম্বার, শফিকুল ইসলাম, নুরুল আবছার, মুহাম্মদ শফিকুল, মাওলানা ইসহাক প্রমুখ।
ভাটিয়ারী ইউনিয়ন পরিষদ : সীতাকুণ্ডের ভাটিয়ারীতে দেড় হাজার দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ইউপি চেয়ারম্যান নাজীম উদ্দিন। গতকাল সকালে এসব সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য কামাল উদ্দিন, আলমগীর মাসুম, অহিদুল আলম, মাঈন উদ্দীন, নেজাম উদ্দিন, নয়ন মনি, জামাল উদ্দিন, মো. নাসির, জাফর চৌধুরী, আবুল কাসেম, নাঈম উদ্দিন, ইয়ার মোহাম্মদ, রফিক, আলমগীর হোসেন, খোরশেদ আলম, ফারুক আহমেদ প্রমুখ।
বাগীশিক : বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) কেন্দ্রীয় সংসদের উদ্যোগে মাসব্যাপী আয়োজনের ৬ষ্ঠ দিনে অসহায় পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বাগীশিক কেন্দ্রীয় সভাপতি দেশপ্রিয় চৌধুরী বিনয়ের সভাপতিত্বে বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা তপন চক্রবর্তী।
উদ্বোধক ছিলেন বাগীশিক কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা তপন কান্তি দাশ। সংগঠনের সাধারণ সম্পাদক ডা. অঞ্জন কুমার দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, প্রিতম চৌধুরী, এস প্রকাশ পাল, প্রকৌশলী সুমন সেন, সজীব দত্ত সৌরভ, রাশু কান্তি বিশ্বাস, লায়ন কৈলাশ বিহারী সেন প্রমুখ।
খলিলুর রহমান স্মৃতি ফাউন্ডেশন : খলিলুর রহমান স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থদের মাঝে ইফতার বিতরণ করেন ১১ নং ওয়ার্ড কাউন্সিলর অধ্যাপক মো. ইসমাইল। এ সময় তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।
কলমপতি তৈয়্যবিয়া স্মৃতি সংসদ ও ছত্রপাড়া গাউসিয়া কমিটি : কলমপতি তৈয়্যবিয়া স্মৃতি সংসদ ও গাউসিয়া কমিটি রাউজান ছত্রপাড়া ইউনিট শাখার উদ্যোগে গতকাল ইফতার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ নাছির উদ্দীন। পরিচালনায় ছিলেন মোহাম্মদ রায়হান। প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি রাউজান উত্তর শাখার সাধারণ সম্পাদক এস এম ইয়াছিন হোসাইন হায়দারী। বিশেষ অতিথি ছিলেন সৈয়দ আব্দুল্লাহ, সৈয়দ মোহাম্মদ ওসমান, সৈয়দ সরয়ারুল আলম, মাওলানা শওকত হোসাইন, নাঈম উদ্দীন খোকন প্রমুখ।
রাউজান দক্ষিণ হিংগলা তৈয়্যবিয়া স্মৃতি সংসদ : রাউজান দক্ষিণ হিংগলা তৈয়্যবিয়া স্মৃতি সংসদ ও গাউসিয়া কমিটি কলমপতি শাখার উদ্যোগে স্থানীয়দের মাঝে ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নঈম উদ্দিন। সঞ্চালনায় ছিলেন মোরশেদ আলম। প্রধান অতিথি ছিলেন গাউছিয়া কমিটির উত্তর জেলার প্রচার ও প্রকাশনা সম্পাদক আহসান হাবিব চৌধুরী। বক্তব্য দেন ইউনিট শাখার সভাপতি সোলাইমান মেম্বার, উপদেষ্টা সাহেদ আলী কোম্পানি।
নালাপাড়া দরবারে জিলানী শরীফ : উত্তর নালা পাড়া, দরবারে জিলানী শরীফে পবিত্র বদর দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন শাহসূফি মোহাম্মদ জুনাইদ। প্রধান অতিথি ছিলেন রেলওয়ে জামে মসজিদের খতিব হাফেজ মোহাম্মদ মীর কাশেম। প্রধান বক্তা ছিলেন দরবার পরিচালনা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আ ন ম গোলাম মর্তুজা।
ধোপাছড়ি ইউনিয়ন : চন্দনাইশ প্রতিনিধি জানান, চন্দনাইশের ধোপাছড়ি ইউনিয়নের ৫ শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুস সালাম। সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি টিএম সেলিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন মো. আব্দুল আলিম। উপস্থিত ছিলেন দুলাল কান্তি নাথ, আইয়ুব আলী মাস্টার, মোস্তাক আহমেদ সওদাগর, মুস্তাফিজুর রহমান, মাহবুবুল আলম, হেলাল উদ্দিন প্রমুখ।
সাতকানিয়া : সাতকানিয়া উপজেলার খাগরিয়া, ধর্মপুর এবং কেঁওচিয়া ও ঢেমশা ইউনিয়নে ইফতার ও উপহার সামগ্রী বিতরণ করেছেন উপজেলা চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি। বিতরণ কার্যক্রমে সভাপতিত্ব করেন ঢেমশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার মোহাম্মদ ইউনুস। সঞ্চালনায় ছিলেন আবু সালেহ। উপস্থিত ছিলেন সাতকানিয়া পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের, বনফুল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদুল ইসলাম, জাফর আলম, সেলিম উদ্দীন, রুপ কুমার নন্দী খোকন, মোহাম্মদ করিম, মোহাম্মদ কামাল, ইউপি চেয়ারম্যান মো. রিদোয়ান প্রমুখ।
কালীপুর ইউনিয়ন : বাঁশখালীর কালীপুর ইউনিয়নে গতকাল সাধারণ মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত নগদ অর্থ বিতরণ করা হয়েছে। কালীপুর ইউপি চেয়ারম্যান আ ন ম শাহাদত আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপসি’ত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সমরঞ্জন বড়ুয়া, ইউপি সদস্য জেসমিন আকতার, বেবী আকতার, হুসনুৎ জাহান, ফিরোজ আহমদ, সানন্দ রুদ্র, রিপন ভট্টাচার্য প্রমুখ।
বাহারছড়া ইউনিয়ন : বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নে সাধারণ মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে বাহারছড়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলামের সভাপতিত্বে অর্থ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সমপ্রসারণ কর্মকর্তা উজ্জ্বল দত্ত, সংরক্ষিত ইউপি সদস্য কানিজ ফাতেমা, শাহিদা আক্তার, ইউপি সদস্য এবাইদুল হক, এমরানুল হক সোলতান, খোরশেদুল আলম, মো. মনজুরুল ইসলাম প্রমুখ।
চকরিয়া প্রবাসী ইউনিয়ন : চকরিয়া প্রবাসী ইউনিয়নের উদ্যোগে মহিলা কলেজ চত্বরে গত ১ মে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে পৌরসভার ২৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন জাফর আলম এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, পৌর চেয়ারম্যান আলমগীর চৌধুরী, সংগঠনের উপদেষ্টা শফিউল আলম বাহার ও অধ্যাপক জুবাইদুল হক। উপস্থিত ছিলেন সংগঠনের ইউএই কমিটির সভাপতি মিজানুল হক, আজমান, সরোয়ার আলম, ফোরকান উদ্দিন, মনকির আলম, মোহাম্মদ ওসমান, মোহাম্মদ কাশেম, মো. তানভির, মো. কাসেম, মো. বায়েজিদ, মো. আনিছ প্রমুখ।
নাগরিক ফোরাম : চট্টগ্রাম নাগরিক ফোরামের উদ্যোগে গতকাল বিভিন্ন স্থানে দুই হাজার প্যাকেট ইফতার বিতরণ করা হয়।
ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান হেলাল আকবর চৌধুরী বাবরের সার্বিক সহযোগিতায় ও মহাসচিব মো. কামাল উদ্দিনের নেতৃত্বে এসব ইফতার বিতরণ করা হয়েছে।
বোয়ালখালী : বোয়ালখালীতে গত ২ মে ৪র্থ শ্রেণির সরকারি কর্মচারীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. নুরুল আলম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, তাহামিনা আকতার, বোয়ালখালী থানার ওসি আবুল করিম প্রমুখ।
ভিবিডি চট্টগ্রাম জেলা : যাকাত-অনুদান সংগ্রহ করে করোনায় অসহায় হয়ে পড়া ৭৫টি পরিবারের পাশে দাঁড়িয়েছে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) চট্টগ্রাম জেলা।
এছাড়া ব্রিজঘাটের অসহায় মাঝিদের ১৫ দিনের খাবারের ব্যবস্থা করেছে সংগঠনটি। কার্যক্রমে যুক্ত ছিলেন সংগঠনের প্রায় ৪০ জন স্বেচ্ছাসেবক।