করোনাকালীন দুর্গতদের পাশে দাঁড়ান : এম এ সালাম

| মঙ্গলবার , ৪ মে, ২০২১ at ১০:৫৪ পূর্বাহ্ণ

নগরীর সার্সন রোডস্থ জেলা পরিষদ, চট্টগ্রাম ডাকবাংলো প্রাঙ্গণে মহানগর ও জেলার করোনাকালীন দুর্গত জনসাধারণের মাঝে বিতরণের উদ্দেশ্যে জেলা পরিষদের সদস্যদের হাতে খাদ্য সামগ্রী হস্তান্তর করা হয় গতককাল সোমবার। জেলা পরিষদের চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম এ খাদ্য সামগ্রী তাঁদের হাতে তুলে দেন।
খাদ্য সামগ্রী হস্তান্তরকালে এম এ সালাম বলেন, মহামারী কোভিডের দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ প্রতিরোধ করার উদ্দেশে সরকার লকডাউন কার্যকর করছে। মানুষের জীবন রক্ষায় এর কোন বিকল্প নেই। তবে লকডাউনের কারণে দিনমজুর, নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণির যারা আয়-উপার্জন হারিয়ে মানবেতর জীবন-যাপন করছে তাদের পাশে দাঁড়াতে হবে। অনেকেই নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী কেনার সামর্থ্য হারিয়েছেন। তাদের গৃহে খাদ্যসামগ্রী পৌঁছানোর লক্ষ্যে সকল সংস্থা ও বিত্তবানদের এগিয়ে আসতে হবে।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল, সচিব মো. রবিউল হাসান, সিনিয়র সহকারী প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম, সদস্য শেখ মোহাম্মদ আতাউর রহমান, আ ম ম দিলসাদ, জাফর আহমেদ, শওকত আলম শওকত, কাজী আব্দুল ওহাব, কামরুল ইসলাম চৌধুরী, দেবব্রত দাশ, আবু আহমেদ চৌধুরী, এস এম আলমগীর চৌধুরী, মোহাম্মদ জসীম উদ্দীন, অ্যাডভোকেট উম্মে হাবিবা, রেহেনা বেগম ফেরদৌসী চৌধুরী, শাহিদা আক্তার জাহান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলায়ন্স ক্লাব মেট্রোপলিটনের খাদ্যসামগ্রী ও মাস্ক বিতরণ
পরবর্তী নিবন্ধবৈরাগ ইউনিয়নে ৫শ পরিবার পেল প্রধানমন্ত্রীর ঈদ উপহার