পাহাড় কাটতে গিয়ে মাটি চাপায় যুবকের মৃত্যু

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ৪ মে, ২০২১ at ১০:৫৪ পূর্বাহ্ণ

হাটহাজারীর ১নং ফরহাদাবাদ ইউনিয়নের উদালিয়া এলাকায় পাহাড় কাটার সময় মাটি চাপা পড়ে আনোয়ার হোসেন মুন্না (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত রবিবার বিকালে এ ঘটনা ঘটেছে। সে ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আবদুল হামিদ চৌধুরী বাড়ির মোঃ সামসুল আলমের পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, মুন্না উদালিয়া ২ নং ওয়ার্ডের সোনাই এলাকায় পাহাড় থেকে মাটি কাটার কাজ করছিল। মাটি কাটতে গিয়ে পাহাড়ের নীচে গর্ত করে ফেলে। এ সময় উপর থেকে পাহাড় ধসে পড়ে। এতে মুন্না মাটি চাপা পড়ে। তার সাথে থাকা অন্য শ্রমিকেরা তাকে উদ্ধার করতে তার এক হাত কেটে শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে। পরে কাটা হাতটি রেখে মুন্নাকে উদ্ধার করে নাজিরহাটস্থ ফটিকছড়ি স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ফরহাদাবাদ ইউপির ৩ নং ওয়ার্ডের সদস্য সিরাজুল ইসলাম চৌধুরী প্রকাশ এমরান চৌধুরী ঘটনার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধউন্নয়ন কাজে ধীরগতি বাড়ছে জনদুর্ভোগ
পরবর্তী নিবন্ধলায়ন্স ক্লাব মেট্রোপলিটনের খাদ্যসামগ্রী ও মাস্ক বিতরণ