মহান মে দিবস ও পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং মেট্রোপলিটনের উদ্যোগে আকবরশাহ থানার কৈবল্যধাম এলাকায় ১০০ জন দুস্থ ও অসহায় মানুষের মাঝে শুকনো খাদ্যসামগ্রী ও মাস্ক বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি লায়ন মোর্শেদুল হক চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট লায়ন ফজলে করিম, ট্রেজারার লায়ন কাঞ্চন মল্লিক, লায়ন আবদুল বারেক, আকবরশাহ থানার ওসি (তদন্ত) আমিনুল হক, স্থানীয় ব্যবসায়ী আলমগীর হোসেন লিও পাস্ট প্রেসিডেন্ট লিও মইনুল ইসলাম,আইপিপি লিও আলভী ঈসমাইল, লিও প্রেসিডেন্ট লিও ফাহিম ইফতেখার, সহসভাপতি লিও হালিমা খাতুন আঁখি, সেক্রেটারি ইফাদ মিয়া রাফি, ট্রেজারার লিও এ এস এম সাজু প্রমুখ।