রাঙ্গুনিয়ায় আ. লীগ নেতা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

হেফাজতের মিছিল থেকে হামলা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ৪ মে, ২০২১ at ১০:৩৫ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় আওয়ামী লীগ নেতা মহিবুল্লাহ হত্যা মামলার প্রধান আসামি মো. ইউনুছ মনি ওরফে মইন্যাকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল ১১টার দিকে উপজেলার শিলক ইউনিয়নের নটুয়ার টিলা এলাকায় অভিযান চালিয়ে দুর্গম পাহাড়ের দিকে পালানোর সময় ধাওয়া করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইউনুছ মনি উপজেলার কোদালা ইউনিয়নের সেনবাড়ি এলাকার মৃত নূর হোসেনের ছেলে। তিনি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং প্রয়াত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর অন্যতম সহযোগী ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তার বিরুদ্ধে চাঁদাবাজি, সরকারি কাজে বাধাদান ও হত্যাসহ বিভিন্ন অভিযোগে রাঙ্গুনিয়া থানায় ৫টি মামলা রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
সূত্র জানায়, গত ৩ এপ্রিল রাত ৮টার দিকে নারায়ণগঞ্জের একটি রিসোর্টে নারীসহ মামুনুলকে আটকের খবর ছড়িয়ে পড়লে রাঙ্গুনিয়ার কোদালায় বিক্ষোভ মিছিল বের করেন হেফাজত ইসলামসহ স্থানীয় বিএনপি- জামায়াতের নেতাকর্মীরা। একপর্যায়ে ৫নং ওয়ার্ডের দক্ষিণ পাড়া জামে মসজিদের সামনে বিক্ষোভরত হেফাজত কর্মীরা লাটিসোটা নিয়ে হামলা চালায়। এতে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. মহিবুল্লাহ, ইউনিয়ন যুবলীগের সভাপতি আবদুল জব্বার ও সাবেক সাধারণ সম্পাদক দিলদার আজম লিটন আহত হন। গুরুতর আহত মহিবুল্লাহকে উন্নত চিকিৎসার জন্য নগরীর পার্কভিউ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে ৩ দিন চিকিৎসাধীন থাকার পর তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। এই ঘটনায় রাঙ্গুনিয়া থানায় দাঙ্গা সৃষ্টি ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। মামলা দুটিতেই বিএনপি-জামায়াতের একাধিক নেতাকর্মী ও হেফাজত সমর্থকসহ ৬৪ জন এজাহার নামীয় এবং অজ্ঞাতনামা ১৫০ জনসহ মোট ২১৪ জনকে আসামি করা হয়। দুই মামলাতেই প্রধান আসামি ছিলেন মো. ইউনুছ মনি।
রাঙ্গুনিয়া থানার ওসি মো. মাহবুব মিল্কী জানান, ঘটনায় ইউনুছ মনিসহ এই পর্যন্ত ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা হওয়ার পর থেকেই ইউনুছ শিলকের দুর্গম পাহাড়ি অঞ্চলে আত্মগোপন ছিলেন। এএসপি মো. আনোয়ার হোসেন শামীম বলেন, অনেকদিন ধরে নজরদারি চালানোর পর সোমবার দুপুরে ইউনুছ মনিকে গ্রেপ্তার করতে সক্ষম হই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সাথে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। এই ঘটনায় জড়িত অন্যদেরও আইনের আওতায় আনা হবে।

পূর্ববর্তী নিবন্ধমা মাছের আনাগোনা বেড়েছে হালদায়
পরবর্তী নিবন্ধএকশ টাকা প্রাইজবন্ডের ১০৩তম ড্র