নগরীতে স্যানিটাইজার ও মাস্ক বুথ চালু

আজাদী প্রতিবেদন | সোমবার , ৩ মে, ২০২১ at ১০:৩৫ পূর্বাহ্ণ

করোনা মোকাবেলায় নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বুথ চালু করা হয়েছে। ইতোমধ্যে এনায়েত বাজার মোড়ে, নন্দনকানন ও আন্দরকিল্লা মোড়সহ চারটি গুরুত্বপূর্ণ মোড়ে চারটি বুথ চালু করা হয়। আগামীতে আরো বুথ চালু করা হবে। এ উদ্যোগ নিয়েছেন আওয়ামীলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর। গতকাল নগরীর এনায়েত বাজার মোড়ে একটি বুথ উদ্বোধনের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়। এতে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক পাওয়া যাবে সম্পূর্ণ বিনামূল্যে। এসময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা রিটু দাশ বাবলু, প্রশান্ত চৌধুরী যিশু, আইনুল ইসলাম আবেদ, সাবেক নগর ছাত্রলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরী, এম কুতুব উদ্দীন, নাসির উদ্দীন ফাহিম, তসলিম উদ্দীন, মোর্শেদ আলম, রতন ঘোষ, মো: জাহেদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধঅসহায় প্রবীণদের পাশে সিএমপি
পরবর্তী নিবন্ধকরোনা পরিস্থিতিতে অস্বচ্ছল কোনো মানুষ অভুক্ত থাকবে না