চট্টগ্রাম মেট্রোপলিটান পুলিশ ও আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রামের যৌথ উদ্যোগে গত ১ মে মোহরাস্থ বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ কার্যলয়ে দুঃস্থ অসহায় প্রবীণদের মাঝে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিএমপির উপ পুলিশ কমিশনার (সদর) ও আঞ্জুমান মুফিদুল ইসলামের নির্বাহী সদস্য মো. আমির জাফর। সভাপতিত্ব করেন আঞ্জুমান মুফিদুল ইসলামের কোষাধ্যক্ষ মোরশেদুল আলম কাদেরী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এ বি সিদ্দিক। আরও উপস্থিত ছিলেন মো. মোস্তাফিজুর রহমান, হারুনুর রশিদ, হাবিবুল আলম চৌধুরী, সহিদ সরওয়ারখান, মো. সেলিম নাসের প্রমুখ। প্রধান অতিথি বলেন, আমরা নিজস্ব তহবিল ও বিত্তবানদের সহযোহিতা নিয়ে এই মানবিক র্কাযক্রম পরিচালনা করছি, প্রতি থানায় সিএমপির অঙিজেনের ব্যবস্থা আছে বলে জানান, কোভিড -১৯ পরিস্থিতিতে মানবিক কার্যক্রম পরিচালনা করতে গিয়ে ৯৪জন পুলিশ সদস্য মৃুত্যুবরন করেছেন, এর মধ্যে ৭ জন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্য বলে জানান। তিনি পুলিশের এই মানবিক কার্যক্রমে বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।