নিজ জন্মভূমিকে আমরা সবাই খুব ভালোবাসি। মা, মাতৃভূমি, মাতৃভাষার প্রতি সকলের রয়েছে মায়া, ভালোবাসা, শ্রদ্ধা। যে মানুষের মধ্যে দেশের জন্য ভালোবাসা নেই, দেশের জন্য কর্তব্য নেই, নেই নিজ দায়িত্ব ও দেশপ্রেম, সে মানুষ তবে প্রকৃত মানুষ নয়। কেননা স্বদেশপ্রেম স্বাভাবিক প্রবৃত্তি। দেশের প্রতি ভালোবাসা রেখে দায়িত্ব পালন করতে গিয়ে শহীদ হয়েছিল কতো শত বীর মুক্তিযোদ্ধা যাদের আমরা কখনোই ভুলতে পারবো না। স্মরণে রেখে দেবো জনম জনম। স্বদেশ প্রেমে জড়িয়ে থাকে দেশের জন্য আত্মত্যাগ, জীবন সংগ্রাম, দেশের জন্য মঙ্গল কামনা, দেশের মানুষের প্রতি মমত্ববোধ, প্রতিহিংসার বিরুদ্ধে লড়াই, মুখোশধারী দুর্বৃত্তদের চিহ্নিত করার প্রয়াস, দেশের কাজে সর্বদাই নিজেকে নিয়োজিত রাখা। আমরা অন্য দেশে পাড়ি দিলেও নাড়ির টানে আমরা ফিরে আসি।
বর্তমানে মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সমগ্র পৃথিবী স্তম্ভিত। অসহায় কান্নায় হাহাকার কতো পরিবার।এ সময়ে মনে অহংকার না রেখে স্বদেশের প্রতি ভালোবাসা রেখে স্বদেশের মানুষের পাশে দাঁড়াতে হবে। বাড়িয়ে দিতে হবে মানবতার হাত। কারণ মানুষ তো মানুষের জন্য। তবে দেশপ্রেমের নামে রাজনীতির খেলায় মগ্ন এক শ্রেণীর মানুষ। তাদের এই বিকৃত মানসিকতাকে ধিক্কার জানাই। স্বদেশের প্রতি যাদের ভালোবাসা নেই তাদের দেশের মানুষের প্রতি ভালোবাসা থাকবে না। মানবিকতা যেখানে থাকবে না সেখানে মানবিক মানুষ খুঁজে পাওয়া দুষ্কর হয়ে দাঁড়াবে। তাই চলুন হিংসা, বিদ্বেষ ভুলে মানবিক চিন্তা করি। মানুষের পাশে দাঁড়াই।