চট্টগ্রামে দুদিনে ৮ মৃত্যু

নতুন শনাক্ত ২৬৯ জন

আজাদী প্রতিবেদন | সোমবার , ৩ মে, ২০২১ at ৬:০১ পূর্বাহ্ণ

চট্টগ্রামে গত ৪৮ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬ জন নগরীর ও ২ জন জেলার বাসিন্দা। এ নিয়ে গত ৪ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত ২৯ দিনে মোট ১৩২ জনের মৃত্যু হয়েছে চট্টগ্রামে। গত বছরের ৩ এপ্রিল থেকে চট্টগ্রামে করোনায় মোট মারা গেছেন ৫২৮ জন।
এদিকে গত ৪৮ ঘণ্টায় চট্টগ্রামে নতুন ৮ জনের মৃত্যুর পাশাপাশি নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ২৬৯ জন। ২ হাজার ৪৩৫টি নমুনা পরীক্ষায় এদের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নতুন শনাক্ত ২৬৯ জনসহ চট্টগ্রামে শনাক্তের সংখ্যা দাঁড়িযেছে ৫০ হাজার ৮৪ জনে। এর মধ্যে মহানগরীর ৪০ হাজার ২১২ জন এবং বিভিন্ন উপজেলার ৯ হাজার ৯৬২ জন। আক্রান্তদের মাঝে এ পর্যন্ত ৫২৮ জনের মৃত্যু হয়েছে চট্টগ্রামে। এর মধ্যে মহানগরীর ৩৯১ জন ও বিভিন্ন উপজেলার ১৩৭ জন।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, গত ৪৮ ঘণ্টায় ২ হাজার ৪৩৫ টিসহ এ পর্যন্ত মোট ৪ লাখ ৩৭ হাজার ৩১৮টি নমুনা পরীক্ষা হয়েছে চট্টগ্রামে। এর মধ্যে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ৫০ হাজার ৮৪ জনের। গত ৪৮ ঘণ্টায় চট্টগ্রামে করোনা শনাক্ত ২৬৯ জনের মধ্যে ১৯৭ জন নগরীর ও ৭২ জন বিভিন্ন উপজেলার।
তথ্য মতে, এখন পর্যন্ত বয়সভিত্তিক হিসেবে দশ বছরের কম বয়সী শিশুরা করোনায় সবচেয়ে কম আক্রান্ত হচ্ছে। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন ৩১ থেকে ৪০ বছর বয়সীরা। দশ বছরের কম বয়সীরা ২.৫০ শতাংশ, ১১ থেকে ২০ বছর বয়সীরা ৭.৬ শতাংশ, ২১ থেকে ৩০ বছর বয়সীরা ১৯.৫৮ শতাংশ, ৩১ থেকে ৪০ বছর বয়সীরা ২৩.৫৭ শতাংশ, ৪১ থেকে ৫০ বছর বয়সীরা ১৮.৪৪ শতাংশ, ৫১ থেকে ৬০ বছর বয়সীরা ১৫.২৫ শতাংশ ও ৬০ থেকে ঊর্ধ্বরা ১৩.৫৬ শতাংশ হারে আক্রান্ত হচ্ছেন। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি গতকাল আজাদীকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধপেকুয়ায় বোরকা পরে এসে গুলি, হতাহত ৩
পরবর্তী নিবন্ধদেশে শনাক্ত কমে ১৩৫৯ মৃত্যু আরও ৬৯ জনের