মুফতি হারুন ইজহারের ৭ দিন রিমান্ড চাই পুলিশ

হাটহাজারীর আরও দুই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন সিআইডির

আজাদী প্রতিবেদন | সোমবার , ৩ মে, ২০২১ at ৬:০০ পূর্বাহ্ণ

লালখান বাজার থেকে গ্রেফতার হওয়া হেফাজত ইসলামের নেতা মুফতি হারুন ইজহারকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে ৭ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। গতকাল রোববার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পুলিশ এ আবেদন করেন। আদালতের একটি সূত্র আজাদীকে বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্র জানায়, হাটহাজারী থানার তিনটি মামলায় বর্তমানে কারাগারে রয়েছেন মুফতি হারুন ইজহার। উক্ত তিন মামলায় জিজ্ঞাসাবাদ করতেই পুলিশ তার এ রিমান্ড আবেদন করেন। সোমবার (আজ) এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।
সূত্র আরও জানিয়েছে, এ তিন মামলা ছাড়াও হাটহাজারী থানার নতুন আরও দুটি মামলায় মুফতি হারুন ইজহারকে গ্রেফতার দেখাতে আদালতে আবেদন করেছে সিআইডি। এ বিষয়েও সোমবার শুনানির জন্য দিন ধার্য রয়েছে। এর আগে গত বুধবার গভীর রাতে লালখান বাজারের মাদ্রাসা থেকে মুফতি হারুন ইজহারকে গ্রেফতার করে র‌্যাব-৭। হাটহাজারীসহ দেশের বিভিন্ন জায়গায় গত ২৫ ও ২৬ মার্চ হেফাজাতে ইসলামের তাণ্ডবের ঘটনায় দায়ের করা তিনটি মামলায় তাকে এ গ্রেফতার করা হয়। পরবর্তীতে আদালতে উপস্থাপন করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মুফতি হারুন ইজহার হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ছিলেন। তার পিতা মুফতি ইজহার ২০ দলীয় জোটভুক্ত ইসলামী ঐক্যজোটের একাংশের সভাপতি ও হেফাজতের বিলুপ্ত কমিটির নায়েবে আমির।

পূর্ববর্তী নিবন্ধক্রেতারা মার্কেটমুখী জমছে ঈদবাজার
পরবর্তী নিবন্ধপেকুয়ায় বোরকা পরে এসে গুলি, হতাহত ৩